শিরোনাম:
পাইকগাছা, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬, ২২ পৌষ ১৪৩২

SW News24
শনিবার ● ৩ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » বিবিধ » নড়াইলের দু’টি আসনে নয়জনের মনোনয়নপত্র বৈধ; ১৩ জনের মনোনয়নপত্র বাতিল, ২ প্রার্থীর স্থগিত
প্রথম পাতা » বিবিধ » নড়াইলের দু’টি আসনে নয়জনের মনোনয়নপত্র বৈধ; ১৩ জনের মনোনয়নপত্র বাতিল, ২ প্রার্থীর স্থগিত
৩১ বার পঠিত
শনিবার ● ৩ জানুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নড়াইলের দু’টি আসনে নয়জনের মনোনয়নপত্র বৈধ; ১৩ জনের মনোনয়নপত্র বাতিল, ২ প্রার্থীর স্থগিত

---নড়াইল প্রতিনিধি; নড়াইল-১ ও নড়াইল-২ আসনে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিসসহ নয় প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এদিকে, নড়াইলের দু’টি আসনে ১৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল এবং দুইজনের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ আবদুল ছালাম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে বিভিন্ন অসঙ্গতি ও অপূর্ণতা থাকায় মনোনয়নপত্র বাতিল ও স্থগিত করা হয়েছে। নড়াইলের দু’টি আসনে ২৪জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।

নড়াইল-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম, জামায়াতে ইসলামীর মাওলানা ওবায়দুল্লাহ কায়সার এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা আব্দুর রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এদিকে, জাতীয় পার্টির প্রার্থী মিলটন মোল্যা, স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক বি এম নাগিব হোসেনের মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছে।

এ আসনে (নড়াইল-১) মনোনয়নপত্র বাতিল হওয়া ১০ প্রার্থী হলেন-ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা আব্দুল আজিজ, স্বতন্ত্র প্রার্থী লেফট্যানেন্ট কর্নেল (অবসরপ্রাপ্ত) এস এম সাজ্জাদ হোসেন, সাকিব হাসান, এস কে এম সাজ্জাদ হোসেন, আসজাদুর রহমান মিঠু, গাজী খালিদ আশরাফ সাদী, গাজী মাহাবুয়াউর রহমান, উজ্জ্বল মোল্যা, মাহফুজা বেগম ও সুকেশ সাহা আনন্দ।

অপরদিকে, নড়াইল-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ, জামায়াতে ইসলামীর প্রার্থী আতাউর রহমান বাচ্চু, ইসলামী আন্দোলনের প্রার্থী অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, খেলাফত মজলিসের প্রার্থী আব্দুল হান্নান সরদার এবং বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী শোয়েব আলীর প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়েছে।

এ আসনে মনোনয়নপত্র বাতিল হওয়া তিন প্রার্থী হলেন-জাতীয় পার্টির প্রার্থী খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ, গণঅধিকার পরিষদের প্রার্থী লায়ন নূর ইসলাম এবং স্বতন্ত্র প্রার্থী ফরিদা ইয়াসমিন ডোরা।

মনোনয়নপত্র বাছাই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুস ছালেক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আহসান মাহমুদ রাসেল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সারমিনা সাত্তার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) হোসনে আরা তান্নি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) টি এম রাহসিন কবিরসহ দলীয় ও স্বতন্ত্র প্রার্থীরা।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)