বুধবার ● ১৪ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » পরিবেশ » পাইকগাছায় সুন্দরবন দিবস পালিত
পাইকগাছায় সুন্দরবন দিবস পালিত
![]()
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছায় বনবিবি’র উদ্যোগে সুন্দরবন দিবসের র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে পরিবেশবাদী সংগঠন বনবিবি’র আয়োজনে র্যালি শেষে প্রেসক্লাব পাইকগাছার কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পাইকগাছা উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি প্রাণ কৃষ্ণ দাশ। বিশেষ অতিথি ছিলেন, সাবেক ব্যাংকার প্রজিৎ কুমার রায়, রাড়–লী সেন্টাল কো-অপারেটিভ ব্যাংকের সভাপতি পঞ্চানন সানা, সমাজসেবক ও পরিবেশকর্মী পারভীন আক্তার, সিজেএফবি’র পাইকগাছা শাখার সহ-সভাপতি আফরা নাজলীন। প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক জগদীশ চন্দ্র রায়ের উপস্থাপনায় বক্তব্য রাখেন, পাইকগাছা নাগরিক অধিকার বাস্তবায়ন কমিটির সভাপতি মুক্তার হোসেন গাজী, শিক্ষক আশিষ কুমার দাশ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মিন্টু রায়, লেখক রবিউল ইসলাম, সাংবাদিক গাজী মোঃ আব্দুল আলিম, মিজানুর রহমান মিজান, শ্রমিকনেতা শেখ মিথুন মধু, নিরাপদ অধিকারী, বেলাল হোসেন, আলোকযাত্রা দলের সদস্য আরজু সুলতানা হ্যাপী ও শাহারা পারভীন। অনুষ্ঠানে বক্তারা বলেন, সুন্দরবন বাংলাদেশের উপকূলের সম্ভাবনাময় ও বিশ্বের অন্যতম ম্যানগ্রোভ বন। সুন্দরবন দিবসটি রাষ্ট্রীয়ভাবে পালনের জন্য সরকারের প্রতি জোর দাবী জানান।






পাইকগাছায় বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত
পাইকগাছায় মুগ্ধতা ছড়াচ্ছে শরতের কাশফুল
খুলনায় পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় করণীয় শীর্ষক কর্মশালা
পাইকগাছায় চেচুঁয়া ফজিলাতুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বনবিবির বৃক্ষরোপন
পাইকগাছায় বোয়ালিয়া হিতামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বনবিবির বৃক্ষরোপন কর্মসুচি
পাইকগাছায় শকুন সচেতনতা দিবস পালিত
পাইকগাছায় শ্রীকণ্ঠপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বনবিবির বৃক্ষরোপন কর্মসুচি
পাইকগাছায় শহিদ জিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বনবিবির বৃক্ষরোপন কর্মসুচি
বরিশালের সাতলার লাল শাপলা দেখতে দর্শনার্থীদের ভিড়
মাগুরায় সবুজ উৎসবে সম্মাননা পেল মাগুরা প্রেসক্লাব 