শনিবার ● ১৭ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » সর্বশেষ » পাইকগাছায় বিরল প্রজাতির সাদা শিয়ালের দেখা মিলেছে
পাইকগাছায় বিরল প্রজাতির সাদা শিয়ালের দেখা মিলেছে
পাইকগাছায় বিরল প্রজাতির সাদা শিয়ালের দেখা মিলেছে
নিজিস্ব প্রতিনিধি ॥
পাইকগাছায় বিরল প্রজাতির সাদা শিয়ালের দেখা মিলেছে। সাদা বিড়ালের মতো দেখতে শিয়ালটি। গায়ের লোম সম্পূর্ণ সাদা।
উপজেলার গদাইপুর ইউনিয়নের ঘোষপাড়া, কর্মকারপাড়া ও জোড়া পুকুর নামক স্থানে খুব ভোরবেলা, সন্ধ্যা ও রাত্রের বেলা সাদা শিয়ালটির বিচরণ করতে দেখা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েক মাস যাবত সাদা শিয়ালটিকে এ এলাকায় বিচারণ করা ১০/১২ শিয়ালের সঙ্গে দেখতে পায়। কিছুদিন আগে প্রবল বৃষ্টির সময় ভোলনাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয়ের বারান্দায় স্থান নেয়া শিয়ালের দলের মধ্যে সাদা শিয়ালটিকে দেখতে পায় বিদ্যালয়ের কর্মচারি আব্দুল্লাহ। কর্মকার পাড়ার শিখর ভদ্র জানান, সন্ধ্যার সময় তার বাড়ীর পাশের বাগানে সাদা শিয়ালটিকে বিচরণ করতে দেথতে পায়। মটবাটী গ্রামের শফিকুর রহমান জানান, ৭/৮ মাস যাবত ১০/১২ টি লালছে ধুষর বর্ণের শিয়ালের সঙ্গে একটি সাদা শিয়ালকে জোড়ার পুকুর ও আশের পাশের বাঁশ বাগানে সন্ধ্যা ও ভোর বেলায় বিচারণ করতে দেখেছে। গদাইপুর গ্রামের গোবিন্দ লাল রায় জানান, গত ১৫ অক্টোবর বৃহস্পতিবার রাত ১১টার সময় বাড়ী যাওয়ার পথে গদাইপুর ফুটবল মাঠে সাদা শিয়ালটিকে টসলাইটের আলোয় দেখতে পায়। শিয়ালের গায়ে লাইটের আলো পড়তেই পাশের বাঁশ বাগানে দৌড়ে পালিয়ে যায়। এমন অনেকেই সাদা শিয়ালটিকে দেখেছে বলে জানাগেছে। অন্য শিয়াল থেকে সাদা শিয়ালটি শান্ত স্বভাবের বলে মনে হয়েছে। স্থানিয় সাংবাদিকরা সাদা শিয়ালটির ছবি তোলার জন্য পরিকল্পনা করলেও এখন পর্যন্ত ছবি তোলা সম্ভব হয়নি। কারণ সাদা শিয়ালটিকে সন্ধ্যা, ভোর ও রাত্রের বেলা কদাচিৎ দেখা মেলে। সেজন্য সাদা শিয়ালের ছবি তোলার অপেক্ষায় থেকেও এখন পর্যন্ত ছবি তোলা সম্ভব হয়নি।






পাইকগাছায় বাজার খোলা দূর্গা মন্দিরের কমিটি গঠন
২০২১ সালে সড়কে নিহত ৭৮০৯, আহত ৯০৩৯
কপোতাক্ষের ভাঙ্গনে পাইকগাছার বোয়ালিয়া মালোপাড়ার বাসিন্দারা নির্ঘুম রাত কাটাচ্ছে
পাইকগাছায় নবাগত ইউএনও মমতাজ বেগমের যোগদান
পাইকগাছায় ভাঙ্গা মাটির ঘরে তপন বিশ্বাসের মানবেতর জীবন যাপন
পাইকগাছায় আগুনে পুড়ে রেস্টুরেন্ট এর কারখানা ভস্মীভূত
মায়ের কবরের পাশেই চির নিদ্রায় শায়িত হলেন সাবেক এমপি নূরুল হক।
পাইকগাছা মৎস আড়ৎ খুলে দেওয়ায় শত শত লোকের সমাগম, করোনা আতঙ্কে উপজেলাবাসী।
আশাশুনির কোলায় খোলপেটুয়া নদীর পাউবো’র বেড়ীবাঁধ আবারও ভেঙ্গে ৪ গ্রাম প্লাবিত, কর্তৃপক্ষ ছাড়াই বাঁধ রক্ষায় কাজ চলছে স্বেচ্ছাশ্রমে
আশাশুনির কুড়িকাহুনিয়ায় পাউবো’র ভেড়ীবাঁধ ভেঙ্গে তিন গ্রাম প্লাবিত 