রবিবার ● ৪ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » শিক্ষা » প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে নিবেদিত প্রাণ হারুনার রশিদ বুলবুলের শিক্ষা উপকরণ বিতরণ
প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে নিবেদিত প্রাণ হারুনার রশিদ বুলবুলের শিক্ষা উপকরণ বিতরণ

এম. আব্দুল করিম, কেশবপুর (যশোর) থেকে ॥
প্রাথমিক শিক্ষার মান-উন্নয়নে নিবেদিত প্রাণ যশোরের কেশবপুর উপজেলার প্রতাপপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি সভাপতি শিক্ষানুরাগী হারুনার রশীদ বুলবুল প্রধান অতিথি হিসাবে শনিবার প্রতাপপুর মধ্যপাড়া সরকারি প্রাথমি বিদ্যালয়ের ১০০ জন দুঃস্থ মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আঞ্জুমান আরা বেগমের সভাপতিত্বে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক শাহিনুজ্জামান, এম. আব্দুল করিম, আক্তার হোসেন প্রমুখ। প্রতাপপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি সভাপতি ও দুঃস্থ শিশু শিক্ষা উন্নয়ন সংস্থার পরিচালক বুলবুল যশোরে জেলার কেশবপুর উপজেলার প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের গরীব ও মেধাবী শিক্ষার্থীদের কল্যাণে অবিরাম কাজ করে চলেছেন। তিনি শিক্ষা উপকরণসহ ঝরে পড়ারোধে কাজ করে চলেছেন। যার ফলে তিনি বিভাগীয় পর্যায় তিনি ৩বার, ৪ বার জেলা পর্যায় ও ৪ বার উপজেলা পর্যায় শ্রেষ্ঠত্বের খেতাব পেয়েছেন। এভাবে তিনি উপজেলা জেলা ও বিভাগীয় পর্যায় ১১ বার শ্রেষ্ঠত্বের খেতাব পেয়েছেন। এবিষয়ে হারুনার রশীদ বুলবুল বলেন কেশবপুরের কোন প্রাথমিক বিদ্যালয়ের গরীব মেধাবী শিক্ষার্থী টাকার অভাবে যাতে পড়া-লেখা বন্ধ না হয় তার জন্য তিনি দুঃস্থ শিশু শিক্ষা উন্নয়ন সংস্থার গঠন করেছেন। তিনি আরো বলেন আমি বেচে থাকলে টাকার অভাবে কোন প্রাথমিক বিদ্যালয়ের গরীব মেধাবী শিক্ষার্থীর পড়া-লেখা বন্ধ হবে না।






মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা
পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
পাইকগাছায় ফসিয়ার রহমান মহিলা কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পিঠা উৎসব
নড়াইল সদর উপজেলা শিক্ষক সমিতি সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ
মাগুরায় সরকারি মাধ্যমিক শিক্ষকদের ফের আন্দোলন, ভোগান্তিতে শিক্ষার্থীরা
মাগুরায় সরকারি হাইস্কুলের শিক্ষকদের আন্দোলন; পরীক্ষা স্থগিত, বিপাকে শিক্ষার্থী অভিভাবকরা
শ্রীপুরে শিক্ষার্থীদের স্কুল ফিডিং ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত
মাগুরা আব্দুল গণি একাডেমীর ৪ তলা ভবনের ভিত্তি প্রস্তরের উদ্বোধন
শিক্ষার উদ্দেশ্যই হচ্ছে মানুষের সুপ্ত প্রতিভাকে বিকশিত করা -প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
মাগুরায় শিক্ষা উপকরণ পেল ২৭০ শিক্ষার্থী 