বৃহস্পতিবার ● ২০ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » রাজনীতি » মাগুরা-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী এ্যাড. সাইফুজ্জামান শিখরের জনসভা
মাগুরা-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী এ্যাড. সাইফুজ্জামান শিখরের জনসভা

মাগুরা প্রতিনিধি।
মাগুরার শ্রীপুর উপজেলার মহেশপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার মাগুরা-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী এ্যাড. সাইফুজ্জামান শিখরের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। স্থানীয় দারিয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে নওজেশ আলী বাঁশির সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা-১ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এ্যাড. সাইফুজ্জামান শিখর। বিশেষ সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ তানজেল হোসেন খান, সহ-সভাপতি মুন্সী রেজাউল হক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চান্সেলর আনন্দ কুমার সাহা, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এ্যাড. হাসান সিরাজ সুজা, যুবরীগ নেতা কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাড, প্রদ্যুৎ কুমার সিংহ, এ্যাড. কাজী এস্কেন্দার আজম বাবলু, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান স্বপন, দপ্তর সম্পাদক রাশেদ মাহমুদ শাহিন, দারিয়াপুর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন কানন
প্রধান অতিথির বক্তব্যে সাইফুজ্জামান শিখর আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকা-ের কথা তুলে ধরে বলেন, মাগুরায় মেডিকেল কলেজ স্থাপন করা হয়েছে। রেল লাইন নির্মাণের জন্য ১৪ শ কোটি টাকার মেগা প্রকল্প গ্রহণ করা হয়েছে। আগামীতে গোয়ালন্দ-আরিচায় দ্বিতীয় পদ্মা সেতু, লাঙ্গলবাঁধ বাজারের পাশে গড়াই সেতুু নির্মাণ করা হবে। মাগুরায় বিভিন্ন সড়ককে ফোর লেনে উন্নীত করা হয়েছে এবং সাইত্রিশ থেকে লাঙ্গলবাঁধ পর্যন্ত ফোর লেনে উন্নীত করা হবে। উন্নয়নের এ ধারাকে অব্যাহত রাখতে সকল ভেদাভেদ ভুলে গিয়ে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান।






ব্যতিক্রমী প্রচারণায় নড়াইল-২ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ফরহাদ
মাগুরায় আটটি গ্রামের ৫ হাজার সনাতনী নারী পুরুষ বিএনপিতে যোগদান
পাইকগাছায় জাকের পার্টির সাংগঠনিক জনসভা অনুষ্ঠিত
কয়রায় যুব সমাবেশে যাওয়ার পথে খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়কের মৃত্যু
মাগুরায় ৫ দফা দাবিতে ইসলামী আন্দোলনের মানববন্ধন
নড়াইলে নাশকতার ৪ মামলায় সাবেক এমপি আ’লীগ নেতা মুক্তির জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ
এ দেশের প্রতিটা ঘরে ঘরে ধানের শীষের ভোটার আছে- পাইকগাছা যুব সমাবেশে ড.আসাদুজ্জামান রিপন
মাগুরায় জাতীয়তাবাদী পৌর মহিলা দলের সমাবেশ
উপদেষ্টাদের কেউ কেউ একটি দলকে ক্ষমতায় নিতে চেষ্টা করছে: গোলাম পরওয়ার
মাগুরা পৌর বিএনপির দ্বি- বার্ষিক নির্বাচনে কিজিল, সুমন ও উৎপল বিজয়ী 