শনিবার ● ২ মার্চ ২০১৯
প্রথম পাতা » মিডিয়া » পাইকগাছা উপজেলা সম্মিলিত সাংবাদিক জোটের সভা অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা সম্মিলিত সাংবাদিক জোটের সভা অনুষ্ঠিত

এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছা উপজেলা সম্মিলিত সাংবাদিক জোটের এক সভা শনিবার দুপুরে কপিলমুনিস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। জোটের আহবায়ক প্রকাশ ঘোষ বিধান এর সভাপতিত্বে ও সদস্য সচিব পলাশ কর্মকারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন দৈনিক কপোতাক্ষ ডট কম এর সম্পাদক ও দৈনিক আমার একুশ এর প্রতিনিধি শেখ আব্দুস সালাম, দৈনিক গ্রামের কাগজের ব্যুরো প্রধান শেখ আব্দুল গফুর জি. এম আসলাম হোসেন, এস.এম আব্দুর রহমান মোঃ রফিকুল ইসলাম খান, এইচ.এ. হাশেম, জি.এম মোস্তাক আহমেদ, জি.এম এমদাদ, এ.কে আজাদ , মহানন্দ অধিকারী মিন্টু, মোঃ আব্দুস সবুর, জগদীশ দে, স.ম নজরুল ইসলাম, দীপ অধিকারী, সাইফুল ইসলাম, প্রবীর জয়, প্রমুখ। সভায় সংগঠনের কার্যক্রম ও প্রসারতা বাড়ানো, অপসাংবাদিকতা রোধ ও আলোচ্য বিষয়ের উপর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। জোটের উদ্দ্যোগে বিশিষ্ট ব্যাক্তিবর্গ, সুধী, সাংবাদিক ও পুলিশিং কমিটির সমন্বয়ে কপিলমুনিতে পুলিশের উর্দ্ধতন কর্তৃপক্ষের উপস্থিতিতে এক আইন শৃংখলা বিষয়ক সেমিনারের আয়োজন করার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া গত ১৭ জানুয়ারী অনুষ্ঠিত পাইকগাছা আইন শৃংখলা কমিটির মাসিক সভায় পাইকগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এক মফস্বল সাংবাদিক পৃথক পৃথক ভাবে সদ্য সমাপ্ত সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে সাংবাদিকদের অপ-প্রচার করার বিষয়ে যে বক্তব্য উপস্থাপন করেছেন তা অত্যান্ত আপত্তিকর ও দুঃখজনক বলে নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। কারণ নির্বাচন প্রশ্নবিদ্ধ করার কোন ভূমিকা সাংবাদিকদের নেই বা প্রশ্নই আসে না। উক্ত বক্তব্য ‘নিজেদের সকল অপকর্ম আড়াল করতে কতিপয় ব্যক্তি ঘোলা পানিতে মাছ শিকারে নেমেছিল মাত্র’। সভায় এহেন কর্মকান্ডের নিন্দা ও জোর প্রতিবাদ জানানো হয়। সাংবাদিক নেতারা বলেন, ‘গঠনমূলক সমালোচনা যেমন নেতৃত্বকে উৎসাহিত করে তেমনি উদ্দেশ্যমূলক অসত্য বক্তব্য প্রশাসনে বিভ্রান্তির সৃষ্টি করে। যেমনটি উপজেলা আইনশৃংখলা সভায় কতিপয় ব্যক্তির বক্তব্যে স্পষ্ট ফুটে উঠেছে। সে কারণে তোষামোদি ও চাটুকারিতা বাদ দিয়ে বস্তুনিষ্ট বক্তব্য প্রদানের পরামর্শ দেন নেতারা।






এস ডব্লিউ নিউজ ২৪ ডটকম এর ১২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
এস ডব্লিউ নিউজ ২৪ ডটকম এক যুগে পদার্পণ
কেশবপুরে সাংবাদিক সুশান্তের উপর হামলায় প্রতিবাদ সভা
আশাশুনি প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে ১৬ প্রার্থীর মনোনয়নপত্র জমা
নড়াইলে সাংবাদিকদের মিলনমেলা
নড়াইলে সাংবাদিকদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়
খুলনার নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময়
জুলাই গণঅভ্যুত্থান : গণমাধ্যম ও আগামীর বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
গাজায় সাংবাদিক হত্যা ও গণমাধ্যমে হামলার প্রতিবাদে খুলনায় মানববন্ধন
প্রেসক্লাব পাইকগাছা এর ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত 