শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

SW News24
সোমবার ● ২১ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » শিক্ষা » খুলনা অঞ্চলে প্রাণিবিজ্ঞান অলিম্পিয়াডের পুরস্কার বিতরণ
প্রথম পাতা » শিক্ষা » খুলনা অঞ্চলে প্রাণিবিজ্ঞান অলিম্পিয়াডের পুরস্কার বিতরণ
৪৭০ বার পঠিত
সোমবার ● ২১ অক্টোবর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খুলনা অঞ্চলে প্রাণিবিজ্ঞান অলিম্পিয়াডের পুরস্কার বিতরণ

 

এস ডব্লিউ নিউজ:---

বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতি আয়োজিত খুলনা অঞ্চলে পঞ্চম প্রাণিবিজ্ঞান অলিম্পিয়াড-২০১৯ সোমবার সকালে খুলনা সরকারি মহিলা কলেজ চত্ত্বরে অনুষ্ঠিত হয়। এই অলিম্পিয়াড উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর টিএম জাকির হোসেন।

উদ্বোধনকালে বক্তারা বলেন, বিজ্ঞানচর্চা ছাড়া জাতি সামনে অগ্রসর হতে পারে না। এজন্য শিক্ষার্থীদের বিজ্ঞান চর্চার ওপর বেশি গুরুত্ব দিতে হবে। সকল শিক্ষার্থীকে বিজ্ঞানমনষ্ক করে গড়ে তুলতে হবে। বিজ্ঞানের প্রতি শিক্ষার্থীদের আকৃষ্ট দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাঁরা বলেন, মেধাবী শিক্ষার্থীরা দেশকে আরো সামনে এগিয়ে নেবে। এজন্য তাদের মানবিক হতে হবে এবং পড়াশুনার পাশাপাশি শিক্ষার্থীকে নৈতিক শিক্ষা গ্রহণ করতে হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতি খুলনা অঞ্চলের আঞ্চলিক সম্পাদক প্রফেসর ড. বিবেকানন্দ বিশ^াস এবং খুলনা সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ ড. সমীর রঞ্জন সরকার প্রমুখ। এসময় কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এই প্রাণিবিজ্ঞান অলিম্পিয়াডে খুলনা অঞ্চলের ১২টি কলেজের প্রায় দুইশ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এ উপলক্ষে কলেজ চত্ত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রায় শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

দুপুরে কলেজ অডিটোরিয়ামে আলোচনা সভা, বিজয়ীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান। সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর টিএম জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সরকারি বিএল কলেজের প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর খুরশিদা জাহান, সরকারি মহিলা কলেজের প্রাণিবিদ্যা বিভাগের প্রধান ড. এস এম আলী আশরাফ এবং সাতক্ষীরা সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের প্রধান প্রফেসর ড. মোঃ হানিফ মল্লিক। ধন্যবাদ জানান প্রাণিবিজ্ঞান সমিতি খুলনা অঞ্চলের আঞ্চলিক সম্পাদক প্রফেসর ড. বিবেকানন্দ বিশ্বাস।

এই প্রতিযোগিতায় উচ্চ মাধ্যমিক পর্যায়ে চ্যাম্পিয়ান সরকারি এম এম সিটি কলেজের শিক্ষার্থী ঋতি জুলফিকার ডোনা এবং রানারআপ তাহমিদ বিন আজগর। স্নাতক ও স্নাতোকোত্তর পর্যায়ে চ্যাম্পিয়ান খুলনা সরকারি মহিলা কলেজের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী চিত্রা সরকার এবং রানারআপ সরকারি বিএল কলেজের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী প্রিয়াংকা দাশ।





শিক্ষা এর আরও খবর

নড়াইলে শিশুস্বর্গের শিক্ষক বলদেব অধিকারীর বিদায় সংবর্ধনা নড়াইলে শিশুস্বর্গের শিক্ষক বলদেব অধিকারীর বিদায় সংবর্ধনা
আশাশুনির হাড়ীভাঙ্গা হাই স্কুলের ক্লাসরুম কাম সাইকেল শেডের ছাউনি ঝড়ে বিধ্বস্থ আশাশুনির হাড়ীভাঙ্গা হাই স্কুলের ক্লাসরুম কাম সাইকেল শেডের ছাউনি ঝড়ে বিধ্বস্থ
আগামীদিনের শিশুরা নতুন বাংলাদেশকে উপযুক্ত করে গড়ে তুলবে   - প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা আগামীদিনের শিশুরা নতুন বাংলাদেশকে উপযুক্ত করে গড়ে তুলবে - প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা
পাইকগাছায় বাংলাদেশ স্কাউট দিবস উদযাপন পাইকগাছায় বাংলাদেশ স্কাউট দিবস উদযাপন
মাগুরায় এসএসসি পরীক্ষা উপলক্ষে মতবিনিময় সভা মাগুরায় এসএসসি পরীক্ষা উপলক্ষে মতবিনিময় সভা
মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৭০ বর্ষপূর্তি উৎসবে বর্ণাঢ্য শোভাযাত্রা মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৭০ বর্ষপূর্তি উৎসবে বর্ণাঢ্য শোভাযাত্রা
মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৭০ বর্ষপূর্তি ঘিরে উৎসবের আমেজ মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৭০ বর্ষপূর্তি ঘিরে উৎসবের আমেজ
মানববন্ধনের প্রতিবাদে কপিলমুনি জাফর আউলিয়া মাদ্রাসা অধ্যক্ষের সংবাদ সম্মেলন মানববন্ধনের প্রতিবাদে কপিলমুনি জাফর আউলিয়া মাদ্রাসা অধ্যক্ষের সংবাদ সম্মেলন
আশাশুনিতে তিন শিক্ষকের বিদায় সংবর্ধনা আশাশুনিতে তিন শিক্ষকের বিদায় সংবর্ধনা
পাইকগাছার গড়ইখালী কলেজের অভিভাবক প্রতিনিধি পদের নির্বাচন সম্পন্ন পাইকগাছার গড়ইখালী কলেজের অভিভাবক প্রতিনিধি পদের নির্বাচন সম্পন্ন

আর্কাইভ