শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২

SW News24
সোমবার ● ২১ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » শিক্ষা » খুলনা অঞ্চলে প্রাণিবিজ্ঞান অলিম্পিয়াডের পুরস্কার বিতরণ
প্রথম পাতা » শিক্ষা » খুলনা অঞ্চলে প্রাণিবিজ্ঞান অলিম্পিয়াডের পুরস্কার বিতরণ
৫১৬ বার পঠিত
সোমবার ● ২১ অক্টোবর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খুলনা অঞ্চলে প্রাণিবিজ্ঞান অলিম্পিয়াডের পুরস্কার বিতরণ

 

এস ডব্লিউ নিউজ:---

বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতি আয়োজিত খুলনা অঞ্চলে পঞ্চম প্রাণিবিজ্ঞান অলিম্পিয়াড-২০১৯ সোমবার সকালে খুলনা সরকারি মহিলা কলেজ চত্ত্বরে অনুষ্ঠিত হয়। এই অলিম্পিয়াড উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর টিএম জাকির হোসেন।

উদ্বোধনকালে বক্তারা বলেন, বিজ্ঞানচর্চা ছাড়া জাতি সামনে অগ্রসর হতে পারে না। এজন্য শিক্ষার্থীদের বিজ্ঞান চর্চার ওপর বেশি গুরুত্ব দিতে হবে। সকল শিক্ষার্থীকে বিজ্ঞানমনষ্ক করে গড়ে তুলতে হবে। বিজ্ঞানের প্রতি শিক্ষার্থীদের আকৃষ্ট দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাঁরা বলেন, মেধাবী শিক্ষার্থীরা দেশকে আরো সামনে এগিয়ে নেবে। এজন্য তাদের মানবিক হতে হবে এবং পড়াশুনার পাশাপাশি শিক্ষার্থীকে নৈতিক শিক্ষা গ্রহণ করতে হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতি খুলনা অঞ্চলের আঞ্চলিক সম্পাদক প্রফেসর ড. বিবেকানন্দ বিশ^াস এবং খুলনা সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ ড. সমীর রঞ্জন সরকার প্রমুখ। এসময় কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এই প্রাণিবিজ্ঞান অলিম্পিয়াডে খুলনা অঞ্চলের ১২টি কলেজের প্রায় দুইশ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এ উপলক্ষে কলেজ চত্ত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রায় শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

দুপুরে কলেজ অডিটোরিয়ামে আলোচনা সভা, বিজয়ীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান। সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর টিএম জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সরকারি বিএল কলেজের প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর খুরশিদা জাহান, সরকারি মহিলা কলেজের প্রাণিবিদ্যা বিভাগের প্রধান ড. এস এম আলী আশরাফ এবং সাতক্ষীরা সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের প্রধান প্রফেসর ড. মোঃ হানিফ মল্লিক। ধন্যবাদ জানান প্রাণিবিজ্ঞান সমিতি খুলনা অঞ্চলের আঞ্চলিক সম্পাদক প্রফেসর ড. বিবেকানন্দ বিশ্বাস।

এই প্রতিযোগিতায় উচ্চ মাধ্যমিক পর্যায়ে চ্যাম্পিয়ান সরকারি এম এম সিটি কলেজের শিক্ষার্থী ঋতি জুলফিকার ডোনা এবং রানারআপ তাহমিদ বিন আজগর। স্নাতক ও স্নাতোকোত্তর পর্যায়ে চ্যাম্পিয়ান খুলনা সরকারি মহিলা কলেজের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী চিত্রা সরকার এবং রানারআপ সরকারি বিএল কলেজের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী প্রিয়াংকা দাশ।





শিক্ষা এর আরও খবর

পাইকগাছায় উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ -আঞ্চলিক কেন্দ্রের উদ্বোধন পাইকগাছায় উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ -আঞ্চলিক কেন্দ্রের উদ্বোধন
পাইকগাছার কপিলমুনি সহচরী বিদ্যা মন্দিরসহ খুলনার চার কলেজ থেকে পাশ করেনি কেউ পাইকগাছার কপিলমুনি সহচরী বিদ্যা মন্দিরসহ খুলনার চার কলেজ থেকে পাশ করেনি কেউ
খুলনায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ খুলনায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
মাগুরায়  বিনামূল্যে বই পেল ৫০ অস্বচ্ছল শিক্ষার্থী মাগুরায় বিনামূল্যে বই পেল ৫০ অস্বচ্ছল শিক্ষার্থী
খুলনায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা উদ্বোধন খুলনায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা উদ্বোধন
বিশ্ব শিক্ষক দিবসে খুলনায় র‍্যালি বিশ্ব শিক্ষক দিবসে খুলনায় র‍্যালি
মাগুরায় ৫ দফা দাবিতে সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির সংবাদ সম্মেলন মাগুরায় ৫ দফা দাবিতে সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির সংবাদ সম্মেলন
মাগুরায় কারিগরি শিক্ষার মান বাড়াতে স্কিলস এন্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত মাগুরায় কারিগরি শিক্ষার মান বাড়াতে স্কিলস এন্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত
পাইকগাছা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে স্কিলস অ‍্যাণ্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত পাইকগাছা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে স্কিলস অ‍্যাণ্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত
পাইকগাছা সরকা‌রি ক‌লে‌জে নবীনবরণ অনু‌ষ্ঠিত পাইকগাছা সরকা‌রি ক‌লে‌জে নবীনবরণ অনু‌ষ্ঠিত

আর্কাইভ