

শুক্রবার ● ২৭ মার্চ ২০২০
প্রথম পাতা » সাহিত্য » করোনা দাপট হবে শেষ
করোনা দাপট হবে শেষ
প্রকাশ ঘোষ বিধান
করোনা ভাইরাস রোগ প্রতিরোধে
দেশ হলো লকডাউন,
হোম কোয়ারেন্টাইন সামাজিক দূরত্ব
ছাড়তে হলো টাউন।
শহর থেকে নিরাপদ বাড়ীতে
মানুষের নামে ঢল,
লকডাউন সফলে সারাদেশ
দিচ্ছে পুলিশ টহল।
মানুষ বাঁচলে থাকবে দেশ
নয় আতঙ্ক ভয়,
করোনার দাপট হবে শেষ
মানুষ করবে জয়।