শুক্রবার ● ১৬ অক্টোবর ২০২০
প্রথম পাতা » সাহিত্য » কেনাকাটা
কেনাকাটা

কেনাকাটা
মাধুরী রাণী সাধু…..
বেশিদিন আর বাকি নাই পূজোর
সবার কেনাকাটা শেষ,
বাকি আছে শুধু আমারটা কেনা
এটা কিনলেই যাবে রেশ।
মন থেকে আমি করেছি পণ
কিনবোনা কোন শাড়ি,
সবার কেনাকাটা শেষ করে
অবশেষে ফিরে আসলাম বাড়ি।
সবকিছু সেরে বসে বসে তাই
ফোনটি দেখছি নিয়ে
হরেক রকম বাহারি শাড়ি
ঘুরছে সামনে দিয়ে।
দেখতে দেখতে একটা শাড়ি
লাগলো ভীষণ ভালো,
পিছনের সব কথা ভুলে
কেনার সাধ জাগলো।
অনলাইনে ঠিকানা নিয়ে
অর্ডার করলাম শাড়ি,
ফোনের ভিতর ছবিটা যেনো
মনটা নিলো কাড়ি।
অপেক্ষায় এখন কাটছে সময়
পাবো কখন হাতে সেটা
চোখের সামনে দেখলেই তবে
ঘুচবে মনের খটকাটা।






নড়াইলে সাহিত্য আলোচনা অনুষ্ঠিত
সূ-সাহিত্যিক কাজী ইমদাদুল হকের ১৪৪ তম জন্মবার্ষিকী পালিত
৪ নভেম্বর সু-সাহিত্যিক কাজী ইমদাদুল হকের ১৪৪ তম জন্মদিন
আবদুল্লাহ ; কাজী ইমদাদুল হক
নড়াইলে সাহিত্য আলোচনা ও নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
পাইকগাছায় সপ্তদ্বীপার পাক্ষিক সাহিত্য আসর
সপ্তদ্বীপার পাক্ষিক সাহিত্য আসর
সপ্তদ্বীপার পাক্ষিক সাহিত্য আসর
সপ্তদ্বীপার পাক্ষিক সাহিত্য আসর
সপ্তদ্বীপার পাক্ষিক সাহিত্য আসর 