মঙ্গলবার ● ২৭ জুলাই ২০২১
প্রথম পাতা » রাজনীতি » কয়রায় মরহুম মোস্তফা রশিদী সুজা’র ৩য় মৃত্যু বার্ষিকী পালিত
কয়রায় মরহুম মোস্তফা রশিদী সুজা’র ৩য় মৃত্যু বার্ষিকী পালিত
রামপ্রসাদ সরদার, কয়রাা,
খুলনা জেলা আওয়ামীলীগের প্রয়াত সাধারন সম্পাদক ও সাবেক হুইপ মরহুম এস এম মোস্তফা রশিদী সুজার ৩য় মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে তার আত্মার মাগফিরাত কামনা করে কয়রা উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে আলোচনা সভা, কোরআন খানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৭ জুলাই, মঙ্গলবার সকাল ১০ টায় কয়রা উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে কয়রা উপজেলা আওয়ামীলীগের সভাপতি জি এম মোহসিন রেজার সভাপতিত্বে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক জি এম মেজবাহ উদ্দিন মাছুম এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তারা বলেন,জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়ন করতে গিয়ে তিনি কোনদিন আদর্শের সাথে আপোষ করেননি। জেল-জুলুম নির্যাতনকে উপেক্ষা করে তিনি দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের অধিকার প্রতিষ্ঠায় অগ্র সেনানীর ভুমিকা পালন করে গেছেন। তিনি আমৃত্যু দেশ ও জনগণের সেবায় কাজ করে গেছেন। তার মতো ত্যাগী নেতা বর্তমানে খুবই অভাব। নেতা কর্মীরা আরো বলেন, মোস্তফা রশিদী সুজা ছিলেন যেন এক রাজনীতির পরশ পাথর। তার সংস্পর্শে হাজার হাজার নেতা কর্মী বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালি করেছে। তিনি ছিলেন রাজনীতির এক দিকপাল, কিংবদন্তী তুল্য নেতা, ক্ষণজন্মা নেতা, তিনি খুলনার রাজনীতি, ক্রীড়াঙ্গন, সাংস্কৃতিক অঙ্গণে নেতৃত্বের যে স্বাক্ষর রেখে গেছেন তার মাধ্যমে তিনি অনন্তকাল আমাদের মাঝে বেঁচে থাকবেন। উক্ত কোরআন খানি ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, খুলনা জেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এ্যাডঃ কেরামত আলী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি,এ্যাডঃ আবু জাফর, অবঃ প্রধান শিক্ষক খগেন্দ্রনাথ মণ্ডল, সাংগঠনিক সম্পাদক এস এম বাহারুল ইসলাম, আওয়ামীলীগ নেতা হারুন অর রশিদ, অধ্যক্ষ অদ্রীশ আদিত্য মণ্ডল, ইউপি চেয়ারম্যার আলহাজ্ব সরদার নুরুল ইসলাম কোম্পানী, দেবদাষ রায়, আব্দুস সামাদ গাজী, নির্মল কুমার দাস, প্রধান শিক্ষক খয়রুল আলম, আব্দুর রশিদ, জিয়াউর রহমান জুয়েল, শ্রমিক লীগের সভাপতি আব্দুল হালিম, যুবলীগ নেতা ইমদাদুল হক টিটু, এ্যাডঃ আরাফাত হোসেন, শাহাবাজ আলী , বায়জিদ হোসেন, জাকারিয়া, উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম, ছাত্রলীগের সাধারন সম্পাদক আমিনুল হক বাদল, জেলা ছাত্রলীগের সহ -সম্পাদক মাসুদ রানা, ছাত্রীলগ নেতা মোক্তারুলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন উপজেলা ওলামা লীগের সভাপতি মাওলানা মাসূদুর রহমান।






বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মাগুরা জেলা বিএনপির কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই
জাতীয় সংসদ নির্বাচনে খুলনা -৬ আসনে ৬ প্রার্থীর মনোনয়নপত্র জমা
নড়াইলের ২টি আসনে বিএনপি ও জামায়াতসহ ২৪ জনের মনোনয়নপত্র জমাদান
মাগুরা দুটি আসন থেকে ১৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
নির্বাচন ও রাজনীতি থেকে অবসরের ঘোষণা বিএনপি নেতার
জাপার মনোনীত প্রার্থী মোস্তফা কামাল জাহাঙ্গীর এর প্রচারণা শুরু
মাগুরা-১ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন মনোয়ার হোসেন খান
মাগুরায় ওসমান হাদির মৃত্যুতে গায়েবানা জানাজা ও বিক্ষোভ মিছিল
নড়াইল-১ আসনে বিএনপির প্রার্থী জাহাঙ্গীর আলমের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ 