শনিবার ● ৫ মার্চ ২০২২
প্রথম পাতা » সাহিত্য » পাইকগাছায় সপ্তদ্বীপার বনভোজন ও পুনর্মিলনী
পাইকগাছায় সপ্তদ্বীপার বনভোজন ও পুনর্মিলনী
পাইকগাছা প্রতিনিধিঃ নানা আয়োজনে সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের বার্ষিক বনভোজন উৎসব ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় বোয়ালিয়া বীজ উৎপাদন খামার চত্ত্বরে সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের সভাপতি প্রকাশ ঘোষ বিধান এর সভাপতিত্বে অনুষ্ঠিত পুনর্মিলনী সভায় প্রধান অতিথি ছিলেন ড. সন্দীপক মল্লিক।
বিশেষ অতিথি ছিলেন, বোয়ালিয়া বীজ উৎপাদন খামারের সিনিয়র সহকারী পরিচালক কৃষিবিদ মোঃ হারুন, অনরারী ক্যাপ্টেন অবঃ মোহন লাল দাশ, এনজিও এসডিএফ পাইকগাছা শাখার ম্যানেজার মোঃ নাসিম আনছারী, বিশিষ্ট সমাজ সেবক ও বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পিযুষ কান্তি সাধু, সমাজ সেবক প্রনব সাধু, বিশিষ্ট সমাজ সেবক তুষার কান্বি সাধু, কপিলমুনি মাদ্রাসার প্রভাষক আমিনুর ইসলাম সিরাজী।
সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক মাধুরী রানী সাধু ও পঞ্চনন সরকারের পরিচালনায় বনভোজন উৎসবে কবিতা ও গান পরিবেশন করেন সুশান্ত বিশ্বাস, লুৎফর রহমান.এম এ বারিক আলী, কওসার আলী মোড়ল, রোজী সিদ্দিকী, ফারজানা আক্তার ময়না, হাসনা খাতুন সুমাইয়া, শাহিনুর রহমান, অভিজিৎ রায়, দেবাশীষ সাধু। আরও উপস্থিত ছিলেন সুকনাথ পাল, সীমান্ত দেবনাথ, আব্দুল বারিক, বিষ্ম বিশ্বাস প্রমুখ।






সূ-সাহিত্যিক কাজী ইমদাদুল হকের ১৪৪ তম জন্মবার্ষিকী পালিত
৪ নভেম্বর সু-সাহিত্যিক কাজী ইমদাদুল হকের ১৪৪ তম জন্মদিন
আবদুল্লাহ ; কাজী ইমদাদুল হক
নড়াইলে সাহিত্য আলোচনা ও নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
পাইকগাছায় সপ্তদ্বীপার পাক্ষিক সাহিত্য আসর
সপ্তদ্বীপার পাক্ষিক সাহিত্য আসর
সপ্তদ্বীপার পাক্ষিক সাহিত্য আসর
সপ্তদ্বীপার পাক্ষিক সাহিত্য আসর
সপ্তদ্বীপার পাক্ষিক সাহিত্য আসর
সপ্তদ্বীপার পাক্ষিক সাহিত্য আসর 