শনিবার ● ২৬ মার্চ ২০২২
প্রথম পাতা » আঞ্চলিক » মোংলায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত
মোংলায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত
মোঃএরশাদ হোসেন রনি, মোংলা
নানা আয়োজনে মোংলায় উদযাপিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। দিবসের শুরুতেই ২৬ মার্চ (শনিবার) সকাল ৯ টায় মোংলা বন্দর কর্তৃপক্ষের স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করেন মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা। এরপর পর্যায়ক্রমে পুস্পস্তবক অর্পণ করেন মোংলা বন্দর মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের বীর মুক্তিযোদ্ধারা, অফিসার এ্যাসোসিয়েশন ও
সিবিএ নেতৃবৃন্দ। এরপর জাতীয় পতাকা ও মুক্তিযোদ্ধা সংসদের পতাকা উত্তোলন করা হয়। পরে বন্দরে স্থাপিত স্বাধীনতা চত্বরে অবসরপ্রাপ্ত বীরমুক্তিযোদ্ধা কর্মকর্তা, কর্মচারীদের সংবর্ধনা প্রদাণ ও ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব ও সুবর্ণজয়ন্তীতে দেশের উন্নয়ন’ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা বলেন, বাঙ্গালী জাতির সবচেয়ে গৌরবের দিন ২৬ মার্চ। পরাধীনতার শৃঙ্খল ভেঙ্গে মাথা উচু করে দাঁড়ানোর দিন এটি। ১৯৭১ সালের এই দিনে সশস্ত্র মুক্তিযুদ্ধের আনুষ্ঠানিক সূচনা হয়েছিল। এই দিনটির ঐতিহাসিক ঘটনাবহুল প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে হবে।
এর আগে মহান স্বাধীনতা দিবসের নানা কর্মসূচী পালন করেন উপজেলা প্রশাসন, পৌর কর্তৃপক্ষ, মুক্তিযোদ্ধা সংসদ, প্রেস ক্লাব ও আওয়ালীগসহ বিভিন্ন সংগঠন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার। এ কর্মসূচীতে আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদারসহ অন্যান্যরা।






পাইকগাছায় নবাগত ইউএনও ওয়াসিউজ্জামান চৌধুরীর যোগদান
মাগুরায় জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত
শ্যামনগরে লবণ সহনশীল ফসল ও সবজি চাষ বিষয়ক প্রশিক্ষণ
পাইকগাছায় পরিবার পরিকল্পনা কর্মচারীদের কর্মবিরতি পালন
নড়াইলে সুধীজন, সরকারি কর্মকর্তা ও বীরমুক্তিযোদ্ধাদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
নড়াইলে নবাগত পুলিশ সুপার আল-মামুন শিকদারের দায়িত্ব গ্রহণ
পাইকগাছার নতুন বাজার ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন; সভাপতি অশোক সম্পাদক ইকবাল
কমরেড গোলজার না ফেরার দেশে
মাগুরায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা
মাগুরায় ৮ দফা দাবীতে নার্সেস অ্যাসোসিয়েশনের বিক্ষোভ সমাবেশ 