রবিবার ● ১০ এপ্রিল ২০২২
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় সহপাঠীকে রড দিয়ে পিটিয়ে কান ছিড়ে দেয়ার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন
পাইকগাছায় সহপাঠীকে রড দিয়ে পিটিয়ে কান ছিড়ে দেয়ার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন
এস ডব্লিউ; পাইকগাছায় সহপাঠীকে রড দিয়ে পিটিয়ে কান ছিড়ে দেয়ার প্রতিবাদে লক্ষীখোলা কলেজিয়েটের শিক্ষার্থীরা বিক্ষোভ ও মানববন্ধন করেছে। রোববার সকাল ৯ টায় কলেজ গেটের সামনে প্রধান সড়কে এ বিক্ষোভ ও মানববন্ধনে শিক্ষার্থীরা সন্ত্রাসী আবু মুছা ও নুরুজ্জামান মোল্যাকে কঠিন শাস্তির দাবী করে । উল্লেখ্য, কলেজ ছাত্রের পিতা মোঃ সামিরুল ইসলামের সাথে আবু মুছার বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। কলেজ ছাত্র পিতা সামিরুল ইসলাম জানান, গত ৩ এপ্রিল আবু মুছার নের্তৃত্বে নুরুজ্জামান মোল্যা(৪০) দলিল মোল্যা(৫২), আব্দুল মজিদ মোল্যা(৫৫), মোঃ নাহিদুল ইসলাম মোল্যা (১৮) সহ ২/৩ জন আমার নার্সিং পয়েন্টে তারা গালিগালাজ শুরু করে। এ সময় আমি সহ আমার ছেলে প্রতিবাদ করলে তারা ক্ষিপ্ত হয়ে আমার ছেলেকে রড দিয়ে পিটিয়ে কান সহ মাথা ফাটিয়ে গুরতর রক্তক্ত জখম করে। এতে কান ছিড়ে যায়। হাসপাতালে নিয়ে কানে সেলাই দেয়া হয়। এ বিষয়ে ওইদিন থানায় মামলা হলে পুলিশ তাদের গ্রেপ্তার করে জেল- হাজতে পাঠা
য়। জানা যায় একটি খালসহ কয়েকটি বিষয় নিয়ে শাওনের বাবা সামিরুল ইসলামের সাথে আবু মুছার কিছুদিন যাবৎ বিরোধ চলছে। সহপাঠীকে অহেতুক মারপিট করে কান ছিড়ে দেয়ায় কলেজিয়েটের শিক্ষার্থীরা বিক্ষোভ ও মানববন্ধন করে। মানববন্ধনে বক্তব্য রাখে কলেজিয়েটের শিক্ষার্থী মুশফিকুর রহমাম মুরাদ, আশরাফুজ্জামান বাবু, তৈয়েবুর রহমান কিবরিয়া, ইয়াসিন আরাফাত, রাসেলুজ্জামান, মোস্তফা রাফিদ প্রিন্স, সৌরভ কুমার ঢালী, সেফাতুল্লাহ ও রাশেদুজজামান রিজভী।






পাইকগাছার নতুন বাজারের দক্ষিণ প্রান্তের বাক যেভাবে সরলীকরণ করা হচ্ছে তাতে নতুন বাক তৈরি হবে; বাড়বে দূর্ঘটনা
পাইকগাছার গফুর গাজীকে বাঁচাতে বিত্তবানদের সহযোগিতা কামনা
মাগুরায় অসহায় হতদরিদ্র নারীদের মাঝে কম্বল বিতরণ
ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত
মাগুরায় বিশ্ব মানবাধিকার দিবস পালিত
নড়াইল হানাদার মুক্ত দিবস আজ
পাইকগাছা থানায় নবাগত ওসি হিসেবে মোঃ গোলাম কিবরিয়ার যোগদান
খুলনায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত
মাগুরায় নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা
পাইকগাছায় উপজেলা গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ ও সংস্কার কমিটির সভা অনুষ্ঠিত 