

রবিবার ● ১৭ এপ্রিল ২০২২
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় স্বর্ণের চেইন ছিনতাইকালে এক ছিনতাইকারী আটক
পাইকগাছায় স্বর্ণের চেইন ছিনতাইকালে এক ছিনতাইকারী আটক
প্রতিনিধি প্রতিনিধি ;পাইকগাছায় স্বর্ণের চেইন ছিনতাই কালে শুকুর আলী (৩০)নামে এক যুবককে পুলিশ আটক করেছে। সে উপজেলার প্রতাবকাটী গ্রামের নেছার আলী গাজীর ছেলে। পুলিশ জানায়, একই এলাকার মিন্টু দাশের স্ত্রী প্রতিভা দাশ (২৫) শনিবার রাতে কপিলমুনি বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথেমধ্যে সলুয়া রাস্তায় পৌছালে নেছার আলী গাজীর ছেলে শুকুর আলী গাজী ও আজিজ গাজীর ছেলে সামাদ গাজী (৩৫) প্রতিভা দাশের গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। এসময় প্রতিভার চিৎকারে এলাকার লোকজন এসে ছিনতাইকারীকে ধাওয়া করে। ছিনতাইকারীরা পালিয়ে যাওয়ার সময় পুলিশ শুকুর আলী কে আটক করতে পারলেও সামাদ পালিয়ে যায়। এ ঘটনায় প্রতিভা দাশের শশুর নারায়ন চন্দ্র দাশ বাদী হয়ে দুজনের নামে পাইকগাছা থানায় মামলা করেছে। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান বলেন, দস্যুতা আইনে শুকুর আলী ও সামাদ গাজীর বিরুদ্ধে মামলা হয়ে। একজনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে অন্যজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।