

মঙ্গলবার ● ১৬ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » সাহিত্য » কুকুরের আস্ফালন
কুকুরের আস্ফালন
প্রকাশ ঘোষ বিধান
একটি কুকুর ঘেউ ঘেউ করে
হাট বাজার রাস্তায়,
লেজ নেড়ে হাই তোলে
খাবার ভাবে বস্তায়।
কুকুরের আছে কিছু প্রভু
বাঁধায় শুধু গোল,
প্রভুর খুশিতে কুকুর নাচে
গায় নতুন বোল।
কুকুরের এমন বাড়াবাড়িতে
মানুষ হয় অতিষ্ঠ
ফয়দা নিতে বাঁধায় দন্ধ
মদদ বড় নিকৃষ্ট।
লোভে লোভে অতি লোভে
কুকুর পাপে মরে,
বাপের উপর বাপ আছে
মিথ্যা সব হারে।