

বুধবার ● ৬ জুলাই ২০২২
প্রথম পাতা » কৃষি » কেশবপুরে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ
কেশবপুরে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ
এম. আব্দুল করিম, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুরে এনএটিপি-২ প্রকল্পের অর্থায়নে কৃষকদের মাঝে বিভিন্ন কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় ও প্রতাপুর সিআইজি সমবায় সমিতির বাস্তবায়নে বুধবার দুপুরে প্রতাপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি হিসেবে ২টি পাওয়ার টিলার, ৩টি ভ্যান, ৮টি স্প্রে মেশিন ও ৪০টি পণ্য রাখা ক্যারেট হস্তান্তর করা হয়। প্রতাপুর সিআইজি সমবায় সমিতির সভাপতি চাঁদ মোড়লের সভাপতিত্বে কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা ঋতুরাজ সরকার। সমিতির সাধারণ স¤পাদক শিক্ষক আব্দুল কুদ্দুসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মনির হোসেন, উপসহকারী কৃষি কৃষক কর্মকর্তা নাসির উদ্দিন, উপজেলা রেফারি সমিতির সাধারণ স¤পাদক নূরুল ইসলাম খান, ইউপি সদস্য ফজলু বিশ্বাস ও সাবেক ইউপি সদস্য আব্দুল লতিফ গাজী।