শুক্রবার ● ১৬ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » পরিবেশ » পাইকগাছায় বিশ্ব ওজোন দিবস পালিত
পাইকগাছায় বিশ্ব ওজোন দিবস পালিত
পাইকগাছায় পরিবেশবাদী সংগঠণ বনবিবির উদ্যোগে আন্তর্জাতিক ওজোন স্তর রক্ষা দিবস দিবস পালিত হয়েছে। আন্তর্জাতিক ওজোন স্তর রক্ষা দিবস উপলক্ষ্যে পরিবেশবাদী সংগঠণ বনবিবির আয়েয়াজনে ১৬ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১১টায় পাইকগাছার নতুন বাজারস্থ কার্যালয়ে এক আলোচনা সভা সংগঠণের সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায বক্তৃতা করেন,সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক মাধুরী রানি সাধু, কবি সুশান্ত বিশ্বাস,রোজী সিদ্দিকী, হাসনা খাতুন সুমাইয়া, পরিবেশ কর্মি গনেশ দাশ, কার্তিক বাছাড়, শাহিনুর রহমান প্র্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন, বৈজ্ঞানিক গবেষনায় জানা যায়, বায়ু মন্ডলে ক্রমাগত ক্লোরোফ্লোরো কার্বন বা সিএফসি গ্যাস বৃদ্ধির ফলে ওজোন স্তর ক্ষয় হচ্ছে। আর মানুষের কর্মকান্ডে ক্রমাগত এই গ্যাস বেড়ে চলেছে। তাছাড়া বায়ু মন্ডলে পুঞ্জিভূত গ্রীনহাউজ গ্যাস উৎসারণের কারণে বৈষিক উষ্ণতা বৃদ্ধিতে নানা প্রাকৃতিক দূর্যোগ সৃষ্টি হচ্ছে। ওজোন গ্যাস সূর্যের তাপ ও অতিবেগুনি রশ্মি শোষণ করে, ফলে এই স্তরের তাপমাত্রা খুব বেশি হয়। ওজোন স্তর সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মিকে শোষণ করে পৃথিবীকে জীবকুলের বসবাসের উপযোগী করে তোলে ও জীবজগৎকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে।
তাই ওজোন স্তর রক্ষায় আমাদের সবাইকে সচেতন হতে হবে।






পাইকগাছায় বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত
পাইকগাছায় মুগ্ধতা ছড়াচ্ছে শরতের কাশফুল
খুলনায় পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় করণীয় শীর্ষক কর্মশালা
পাইকগাছায় চেচুঁয়া ফজিলাতুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বনবিবির বৃক্ষরোপন
পাইকগাছায় বোয়ালিয়া হিতামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বনবিবির বৃক্ষরোপন কর্মসুচি
পাইকগাছায় শকুন সচেতনতা দিবস পালিত
পাইকগাছায় শ্রীকণ্ঠপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বনবিবির বৃক্ষরোপন কর্মসুচি
পাইকগাছায় শহিদ জিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বনবিবির বৃক্ষরোপন কর্মসুচি
বরিশালের সাতলার লাল শাপলা দেখতে দর্শনার্থীদের ভিড়
মাগুরায় সবুজ উৎসবে সম্মাননা পেল মাগুরা প্রেসক্লাব 