

সোমবার ● ৮ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » পরিবেশ » পাইকগাছায় বোয়ালিয়া হিতামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বনবিবির বৃক্ষরোপন কর্মসুচি
পাইকগাছায় বোয়ালিয়া হিতামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বনবিবির বৃক্ষরোপন কর্মসুচি
পাইকগাছায় পরিবেশবাদী সংগঠণ বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন ও বিতারণ কর্মসুচি অব্যহত রয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ লাগাই- পরিবেশ বাঁচাই এই প্রতিপাদ্যে ৮ সেপ্টেম্বর সোমবার সকালে উপজেলার গদাইপুর ইউনিয়ানের বোয়ালিয়া হিতামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ, চারা বিতারণ ও উদ্ধুদ্বকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃক্ষরোপণ, চারা বিতারণ ও উদ্ধুদ্বকরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, পরিবেশবাদী সংগঠণ বনবিবির সভাপতি সাংবাদিক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধান। প্রধান অতিথি ছিলেন, বোয়ালিয়া বীজ উৎপাদন খামারের সিনিয়র সহকারি পরিচালক নাহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, বোয়ালিয়া হিতামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সবুর খাঁ। উপস্থিত ছিলেন, সহকারি শিক্ষক হাজিরা খাতুন, মোহাম্মদ আব্দুল লতিফ, শংকর কুমার রায় চৌধুরী, আসমা জোহরা, আব্দুল্লাহ আল মাসুদ, সমাজ সেবক পিষুস কুমার সাধু, সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক মাধুরি সাধু, রজনীগন্ধা নার্সারির মালিক সুকনাথ পাল, মিজানুর রহমান, পরিবেশ কর্মী আলম গাজী ও বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ। বিদ্যালয় চত্তরে আশফল, মেহগনি, পেয়ারার চারা রোপন ও বিতারণ করা হয়।
পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষার জন্য বৃক্ষের গুরুত্ব অপরিসীম। বর্ষাকালে বৃক্ষের চারা রোপণের উপযুক্ত সময়। এ সময় প্রচুর বৃষ্টি হয় এবং উর্বরা শক্তিবৃদ্ধি পায়। চারা শিকড় দ্রুত মাটিতে ছড়িয়ে পড়ে এবং খাবার তৈরিতে সক্ষম হয়। পরিবেশবাদী সংগঠণ বনবিবির উদ্যোগে সেপ্টেম্বর মাস পর্যন্ত উপজেলার বিভিন্ন সড়কের পাশে এবং শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ বিতারণ ও রোপন কর্মসূচি অব্যহত থাকবে।