শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২

SW News24
সোমবার ● ২৬ ডিসেম্বর ২০২২
প্রথম পাতা » শিক্ষা » কয়রার দক্ষিণ বেদকাশী মাধ্যমিক বিদ্যালয়ে পুনর্মিলনী অনুষ্ঠিত
প্রথম পাতা » শিক্ষা » কয়রার দক্ষিণ বেদকাশী মাধ্যমিক বিদ্যালয়ে পুনর্মিলনী অনুষ্ঠিত
৩৩৭ বার পঠিত
সোমবার ● ২৬ ডিসেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কয়রার দক্ষিণ বেদকাশী মাধ্যমিক বিদ্যালয়ে পুনর্মিলনী অনুষ্ঠিত

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনা ঃ---খুলনার কয়রার দক্ষিণ বেদকাশী মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী - ২০২২ অনুষ্ঠিত হয়েছে।
২৫ ডিসেম্বর, রবিবার বিদ্যালয় চত্বরে বর্ণাঢ্য অনুষ্ঠানে দিনভর ছিল অগ্রজ-অনুজের মিলনমেলা। প্রতিষ্ঠার ষষ্ঠ দশকে ১ম বারের মতো জমকালো আয়োজনে উৎসবমুখর পরিবেশে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলন অনুষ্ঠিত হয়।
 দীর্ঘদিন পর প্রিয় ক্যাম্পাসে প্রিয় বন্ধুদের কাছে পেয়ে আনন্দে মেতে ওঠেন সবাই। অনুষ্ঠানের তিনদিন আগেই বিদ্যালয়ের প্রথম পুনর্মিলনীতে পুরো ক্যাম্পাস সেজেছিল বর্ণিল আলোকছটায়। নানান বয়সের প্রাক্তনদের আবেগ যেন একটু বেশিই ছিল। তাদের আবেগ-স্মৃতিচারণ-আড্ডা ছুঁয়ে যায় বিদ্যালয় মাঠে। আর গানের সেই কলির মতোই ‘প্রাণ জুড়াবে তাই’ এর মতোই দীর্ঘদিনের পূরানো বন্ধু, সতীর্থ, শিক্ষক-শিক্ষার্থীদের পেয়ে প্রাণ জুড়িয়েই শেষ হয় পুনর্মিলনী অনুষ্ঠান। 
প্রতিষ্ঠার ৬০ বছরে আয়োজিত পুনর্মিলনী মিলনমেলায় প্রাক্তন শিক্ষার্থীরা যেন হারিয়ে গিয়েছিলেন সেই পূরানো দিনের স্মৃতিতে। খুঁজে ফিরেছেন শিক্ষাজীবনের দিনগুলোর স্মৃতিকথা। উৎসবে শামিল হওয়া প্রাক্তন শিক্ষার্থীদের অনেকেই এখন দেশ-বিদেশে নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত। আর তাঁরাই যেন ফিরে যান সেই উচ্ছল তারুণ্যভরা দিনগুলোতে। পূরানো সব বন্ধু আর সহপাঠীকে পরস্পর জড়িয়ে ধরে হয়েছেন আত্মহারা। হাতে হাত আর বুকে বুক মিলিয়ে করেছেন কুশল বিনিময়। অনেকে আবার প্রিয় সহপাঠীকে পেয়ে সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। মোবাইল ক্যামেরায় নিজেদের বন্দী করেন নতুন করে।
 ৬০ বছর পরে এটা সম্ভব হয়েছে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী এবং আহবায়ক হরষিত কুমার মণ্ডল, দেশের বিশিষ্ট বীজ্ঞানী অনিমেষ গাইন, ডক্টর জহুরুল হক, ইন্জিঃ দেবাশিস মণ্ডল, সমীরণ মণ্ডল, দীপংকর রপ্তান, আবু সাঈদ খান, আশরাফুল ইসলাম নূর, বিশ্বনাথ মণ্ডল, প্রমুখ বিশেষ করে বিদ্যালয়ের সহ-প্রধান শিক্ষক (অবঃ) মোঃ আব্দুল মোতালেব স্যারের ২ (দুই) বছরের প্রচেষ্টায়।
পুনর্মিলন উদযাপন কমিটির আহবায়ক হরষিত কুমার মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্স্যুয়ালি অংশ নিয়ে বক্তৃতা করেন কয়রা-পাইকগাছার সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা পর্বে ক্রেস্ট, উপহার সামগ্রী তুলে দেওয়ার পর অনুভূতি প্রকাশ পর্বে শিক্ষকদের বক্তৃতায় উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে এক অনন্য পরিবেশের সৃষ্টি হয়। পুনর্মিলনী উদযাপন কমিটির সদস্য সচিব আশরাফুল ইসলাম নূরের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান আছের আলী মোড়ল, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আঃ ছালাম খান, বিদ্যালয় পরিচলনা কমিটির সভাপতি আঃ রউফ টোটন, প্রধান শিক্ষক পারভীন আক্তার বানু, সাবেক সভাপতি আঃ রহমান বাচ্চু, প্রাক্তন ছাত্র রমেশ চন্দ্র সরকার, ইন্জিঃ নারায়ন চন্দ্র মণ্ডল, প্রভাষক আশুতোষ রায়, মোঃ আঃ খালেক, মোঃ আঃ মান্নান, স্বপন মণ্ডল, প্রধান শিক্ষক রমেন্দ্রনাথ রায়, মোঃ আয়ুব আলী মিল্টন, মনোজ মণ্ডল, মশিউর রহমান মিলন, ডঃ জহুরুল হক, মুকুন্দ মণ্ডল, দেবীরঞ্জন বর্মণ, দীপংকর রপ্তান, ত্রিদীপ মণ্ডল, ইউপি সদস্য ওসমান গনি খোকন প্রমুখ। এ ছাড়া প্রাক্তন শিক্ষকদের ক্রেস্ট সম্মননা প্রদান করা হয়। যাদেরকে সম্মননা প্রদান করা হয় তারা হলেন, প্রাক্তন প্রধান শিক্ষক (অবঃ) নুর-মোহাম্মাদ মোড়ল, প্রধান শিক্ষক(অবঃ) হরষিত কুমার মণ্ডল, সহ-প্রধান শিক্ষক (অবঃ) নিরাপদ গাইন, সহ-প্রধান শিক্ষক (অবঃ) মোঃ আব্দুল মোতালেব, শিক্ষক (অবঃ) আব্দুল হামিদ, শিক্ষক (অবঃ) নজরুল ইসলাম, মরোনোত্তর সম্মাননা প্রদান করা হয় অবঃ স্বর্গীয় রবীন্দ্রনাথ মণ্ডল, প্রতিষ্ঠা কালীন প্রধান শিক্ষক (অবঃ) মরহুম মোজাম্মেল হক, অবঃ ধর্মীয় শিক্ষক ( অবঃ) মরহুম মাওলানা শহিদুল ইসলাম, অবঃ সিনিঃ শিক্ষক স্বর্গীয় মতিলাল গাইন ও অবঃ এমএলএস মরহুম সোলাইমান।
 বিকেল গড়াতেই সাংস্কৃতিক অনুষ্ঠানে খুলনার সিলভার এন্টারটেইনমেন্টের পরিবেশনায় সূরের মোহনায় বিমোহিত হন সকলেই। আর সকাল থেকেই ছিল সাংস্কৃতিক মঞ্চে বীণাপানি অগ্রদূত শিল্পগোষ্ঠির মনোমুগ্ধকর পরিবেশনা। 
অনুষ্ঠানস্থলে প্রবেশ পথেই প্রাক্তন শিক্ষার্থীদের হাতে স্মরণিকা, টিশার্ট, সকালের নাস্তা ও দুপুরের খাদ্য কূপণসহ উপহার সামগ্রী তুলে দেয়া হয়।





শিক্ষা এর আরও খবর

ডাকসু নির্বাচনে পাইকগাছার তিশা সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত ডাকসু নির্বাচনে পাইকগাছার তিশা সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত
কুয়েটের ২২তম বর্ষপূর্তি উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত কুয়েটের ২২তম বর্ষপূর্তি উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত
পাইকগাছায় উপজেলা পর্যায়ে সপ্রবি’তে হলদে পাখি সম্প্রসারণের লক্ষ্যে মতবিনিময় সভা পাইকগাছায় উপজেলা পর্যায়ে সপ্রবি’তে হলদে পাখি সম্প্রসারণের লক্ষ্যে মতবিনিময় সভা
নড়াইলে কিশোরী শিক্ষার্থীদের সঞ্চয়কৃত চেক ও শিক্ষা উপকরণ বিতরণ নড়াইলে কিশোরী শিক্ষার্থীদের সঞ্চয়কৃত চেক ও শিক্ষা উপকরণ বিতরণ
মাগুরায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা মাগুরায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
নড়াইলের কালিয়ায় শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত নড়াইলের কালিয়ায় শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত
লোহাগড়ায় দুর্নীতি বিরোধী শপথ নিলো শিক্ষার্থীরা লোহাগড়ায় দুর্নীতি বিরোধী শপথ নিলো শিক্ষার্থীরা
পাইকগাছার কপিলমুনি জাফর আউলিয়া মাদ্রাসার ৪তলা ভবন উদ্বোধন পাইকগাছার কপিলমুনি জাফর আউলিয়া মাদ্রাসার ৪তলা ভবন উদ্বোধন
মাগুরায় কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ মাগুরায় কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ
পাইকগাছায় কৃতী শিক্ষার্থীর মাঝে সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান পাইকগাছায় কৃতী শিক্ষার্থীর মাঝে সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)