সোমবার ● ১৯ জুন ২০২৩
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় ইউপি সদস্যকে হুমকি ও ফেসবুকে মিথ্যা পোষ্ট দেওয়ায় থানায় জিডি
পাইকগাছায় ইউপি সদস্যকে হুমকি ও ফেসবুকে মিথ্যা পোষ্ট দেওয়ায় থানায় জিডি
পাইকগাছা উপজেলার হরিঢালী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যর বিরুদ্ধে ফেইস বুকে মিথ্যা ও ভিত্তিহীন পোষ্ট দেওয়া এবং মোবাইলে হুমকী ও গালিগালাজ করায় মানবাধিকার পরিচয় দান কারী জনৈক মোঃ মশিউর রহমানের বিরুদ্ধে পাইকগাছা থানায় জিডি করেছেন ইউপি সদস্য বিষ্ণুপদ রায়। জিডি নং-৯৫৬ তাং-১৮-০৬-২৩। হরিঢালী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য বিষ্ণুপদ রায় স্থানীয় সাংবাদিকদের নিকট এ ঘটনায় তার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। লিখিত অভিযোগ ও জিডি সূত্রে জানাযায়, পাইকগাছা থানার চককাওয়ালী গ্রামের মনিরুদ্দিন সরদারের ছেলে কথিত মানবাধিকার কর্মি মোঃ মসিউর রহমান (৪০) ইউপি সদস্য বিষ্ণুপদ রায়ের বিরুদ্ধে মিথ্যা ও মনগড়া নানা অভিযোগ তুলে তার সাথে দেখা করার জন্য ০১৩০৫৩৫২২১২ ও ০১৯৪৯৫১৬৭৩৯ নম্বর মোবাইল ফোন থেকে বেশ কিছুদিন ধরে উক্ত ইউপি সদস্যকে বিভিন্ন চাপ সৃষ্টি করে। ইউপি সদস্য তার সাথে দেখা না করায় ক্ষিপ্ত হয়ে তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ সহ নানা হুমকি প্রদান করে। এছাড়া গত ১৮ জুন জিএম মশিউর রহমানের আইডি থেকে ফেইসবুকে জনপ্রিয় উক্ত ইউপি সদস্য বিষ্ণুপদ রায়ের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন একটি পোষ্ট দেওয়া হয় বলে তিনি জিডিতে উল্লেখ করেন। এ বিষয়ে ইউপি সদস্য বিষ্ণুপদ রায় বলেন, গত নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হওয়ার পর থেকে একটি কুচক্রী মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। এ ঘটনা সেই ষড়যন্ত্রের অংশ।এ বিষয়ে অভিযুক্ত মোঃ মশিউরের কাছে জানতে চাইলে তিনি এর কোন সদোত্তর দিতে পারেন
নি।






পাইকগাছায় সাজাপ্রাপ্তসহ তিন আসামি আটক
খুলনায় যুবকের দুই হাতের কব্জি কেটে নিলো সন্ত্রাসীরা
মাগুরায় নাটা গাড়ি উল্টে নিহত ১
মাগুরায় ভোক্তা অধিকারের অভিযান, মুসলিম সুইটসকে জরিমানা
পাইকগাছায় নাশকতা মামলাসহ তিন আসামি আটক
মাগুরায় জেলা পুলিশের সংবাদ সম্মেলন; নাশকতা মামলায় গ্রেফতার ৩
পাইকগাছায় ১০ বছরের দন্ডপ্রাপ্ত পালাতক আসামি গ্রেফতার
পাইকগাছায় লিছু গাছ থেকে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার
রাজশাহীতে গভীর গর্ত থেকে উদ্ধারের পর দুই বছরের শিশুটিকে মৃত ঘোষণা
পাইকগাছায় ডিবি পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী শাহিনুর আটক 