শিরোনাম:
পাইকগাছা, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১১ আশ্বিন ১৪৩০

SW News24
শুক্রবার ● ২৩ জুন ২০২৩
প্রথম পাতা » ব্যবসা-বাণিজ্য » গদাইপুর পশুরহাটে সবচেয়ে বড় গরু কালোষাড়
প্রথম পাতা » ব্যবসা-বাণিজ্য » গদাইপুর পশুরহাটে সবচেয়ে বড় গরু কালোষাড়
১৬২ বার পঠিত
শুক্রবার ● ২৩ জুন ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গদাইপুর পশুরহাটে সবচেয়ে বড় গরু কালোষাড়



গদা্ইপুর পশুর বাজারে আলোচনায় কালোষাড়। সব থেকে বড় গরু কালোষাড়। কোরবানির পশুর হাটে প্রথম দিন কাঁপিযেছে ফ্রিজিয়ান জাতের এ ষাঁড়টি।দাম হাকিয়েছে পাচ লাখ টাকা, তিন লাখ ষাট হাজার টাকা দাম হয়েছে বলে জানা গেছে। ইতোমধ্যে নজর কেড়েছে সবার।কালোষাড়টি দেখতে ভীড় করছে সবাই।

বিশাল আকৃতির এ ষাঁড়টি উচ্চতায় সাড়ে ৫ ফুট, লম্বায় ৭ ফুট, বেড় প্রায় ১১০ ইঞ্চি। বছর তিনেক  বয়স। প্রতিদিন চাউলের খুদ,ভূষি,পালিশ, কাচা ঘাষসহ সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে তৈরি খাবারের পেছনেই প্রতিদিন খরচ হয় চার থেকে পাচ শত টাকা। প্রতিদিন নিয়ম করে গোসল করানোসহ পরিচর্যা করতে লোক রাখা আছে।  

গরুর মালিক পাইকগাছার গদাইপর গ্রামের কুতুব উদ্দিন। তিনি মুক্তির মোড়ের মসিজিদের ইমাম। গরুর কোন নাম আছে কিনা জানতে চাইলে গরুর লালন পালনকারি বলেন, গরুর মালিক হুজুর তাই গরুর নাম রাখা হয়নি। তবে কালোষাড় বলে সাড়া পড়েছে।তাই গরুটির দরদাম কেমন হয়, তা জানার জন্য মানুষের অনেক কৌতূহল।---

 


 

 





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)