রবিবার ● ২৪ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » ঋতু পরিবর্তনে বাড়ছে সর্দি-জ্বর-কাশি
ঋতু পরিবর্তনে বাড়ছে সর্দি-জ্বর-কাশি
ঋতু চক্রে প্রকৃতিতে শীত আগমন ঘটেছে। শীত এখনও জেকে বসেনি, দিনে গরম রাতে শীত। সেই সঙ্গে বেড়েছে ঠাণ্ডাজনিত রোগের প্রকোপ। ঋতু বদলের এই সময়টাতে ধুলাবালি বেশি থাকায় সাধারণ মানুষের সর্দি-কাশি হচ্ছে। এছাড়া ব্যাকটেরিয়াল ইনফেকশন হচ্ছে, টনসিল ইনফেকশন, মেনিনজাইটিস, নিউমোনিয়া হচ্ছে। এছাড়া যাদের শ্বাসতন্ত্রের রোগ আছে তারাও আবহাওয়া পরিবর্তনের এই সময় অসুস্থ হয়ে পড়ছেন।
বিশেষজ্ঞরা বলছেন, এই সময়টাতে গ্রাম থেকে শহর, সর্বত্রই জ্বর এবং শ্বাসকষ্টজনিত অসুস্থতায় ভুগছেন অনেকেই। কেউ কেউ আবার পুরো পরিবারসহ জ্বর-সর্দিতে ভুগছেন। যাদের ঠাণ্ডা লাগার প্রবণতা আছে তাদের এ সময়টাতে সকাল-সন্ধ্যায় বাইরে বের হলে গরম কাপড় সঙ্গে রাখতে হবে। কুসুম গরম পানি পানের পরামর্শও দিয়েছেন।
….বলেন, ঋতু পরিবর্তনের ফলে যে পরিবর্তন, সেটা স্বাভাবিক। এটা যুগ যুগ ধরে চলে আসছে। এ সময়ে সর্দি-কাশি, ইনফ্লুয়েঞ্জা, ফ্লুর সংক্রমণ ঘটে। এছাড়া ডেঙ্গুর ব্যাপারেও সর্বোচ্চ সচেতন থাকতে হবে বলে পরামর্শ দেন তিনি। তিনি বলেন, সিজনাল এসব অসুখ-বিসুখের ঝামেলা এড়াতে প্রয়োজন ছাড়া বাইরে ঘোরাফেরা যত কম করা যায়, রাস্তার পাশে কিংবা খোলা খাবার খাওয়া থেকে বিরত থাকা যায় ততই ভালো। বিশেষ করে বাচ্চাদের স্কুলের সামনে ঝালমুড়ি, ফুচকার মতো খাবার এবং ফুটপাতের শরবত এড়িয়ে চলতে হবে।






মাগুরায় শীতে হাসপাতালে বেড়েছে শিশু রুগীর চাপ
নড়াইলে বিনামূল্যে ২২১ রোগীকে লেন্স সংযোজন ও ৯০ জনকে চশমা প্রদান
নড়াইলে বিনামূল্যে দুই হাজার রোগীকে চক্ষুচিকিৎসা ও লেন্স সংযোজন
মাগুরায় ফের শাটডাউন কর্মসূচিতে নার্সিং ও মিড ওয়াইফারিরা
শ্রীপুরে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত
নড়াইলে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান
মাগুরায় নার্সেস অ্যাসোসিয়েশনের মানববন্ধন
মাগুরায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পলিত
মাগুরায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন
খুলনা বিভাগীয় পর্যায়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন 