রবিবার ● ২৪ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি-সাত্তার ও সম্পাদক আক্কাছ
পাইকগাছা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি-সাত্তার ও সম্পাদক আক্কাছ
পাইকগাছা আইনজীবী সমিতির কার্য নির্বাহী পরিষদের নির্বাচনে বিএনপি-জামাত ঐক্য প্যানেল নিরুঙ্কুশ বিজয় লাভ করেছে। সভাপতি পদে এ্যাড, জিএম আব্দুস সাত্তার ( বিএনপি) ও সম্পাদক পদে এ্যাডঃ জিএম আক্কাছ আলি জয় লাভ করেছেন। প্রাপ্ত ফলাফল অনুযায়ী সর্বোচ্চ ৪৪ ভোট পেয়ে ৬ষ্ঠ বারের মতো (অপরাজিত) সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাড. জিএম আব্দুস সাত্তার। তিনি জেলা বিএনপির সদস্য। নিকটতম কমিউনিস্ট পার্টির সভাপতি প্রশান্ত কুমার মন্ডল (১৬) এবং স্বতন্ত্র এফএমএ রাজ্জাক পেয়েছেন ৮ ভোট। সহ-সভাপতি পদে বিএনপির প্রশান্ত কুমার ঘোষ (৩৭) ও জামায়াতের মোঃ আব্দুল মজিদ গাজী (৩৬) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী স্বতন্ত্র কামরুল ইসলাম (৩৩) এবং বিএনপি জিএম আমজাদ (১৬) ভোট পেয়েছেন। ৩৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জিএম আককাস আলি। তিনি জামায়াত পন্থী। নিকটতম স্বতন্ত্র অজিৎ কুমার সরকার পেয়েছেন (৩২) ভোট। ৩৮ ভোট পেয়ে যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ একরামুল হক বিশ্বাস (বিএনপি), নিকটতম স্বতন্ত্র সমরেশ চন্দ্র মন্ডল পেয়েছেন (২৭) ভোট। ৩৭ ভোট পেয়ে ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সঞ্চয় কুমার মন্ডল, নিকটতম কাজী সাইফুল ইসলাম পেয়েছেন (২৭) ভোট। ৩৪ ভোট পেয়ে লাইব্রেরী সম্পাদক নির্বাচিত হয়েছেন বিজয় কৃষ্ণ মন্ডল, নিকটতম আব্দুল মালেক পেয়েছেন (৩০) ভোট। এর আগে ৪ টি পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হোন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক রাশনা শারমিন আঁখি, ৩ জন সদস্য যথাক্রমে আমিনুল ইসলাম, রেহেনা পারভিন ও ভব রঞ্জন বৈদ্য।
২৪ নভেম্বর রবিবার সকাল ১০ হতে বিকেল ২ পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন সম্পন্ন হয়। সমিতির ৭০ সদস্যের মধ্যে ৬৮ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে মোট ১১পদের মধ্যে ইতোমধ্যে ৪ জন বিনা প্রতিদ্বদ্বীতায় নির্বাচিত হয়েছেন। সভাপতি-সম্পাদকসহ ৭টি পদের নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটে বিএনপি-জামাত প্যানেলের ৮জন বিজয়ী হয়েছেন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন এ্যাডঃ কিশোরী মোহন মন্ডল, সহ-নির্বাচন কমিশনার এ্যডঃ বেলাল উদ্দীন ও এ্যডঃ উত্তম কুসার সানা দায়িত্ব পালন করেন। নির্বাচন পর্যবেক্ষণ করেন সহকারী জজ মোঃ কামরুজ্জামান ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আনোয়ারুল ইসলাম।






পাইকগাছায় জরাজীর্ণ সড়কের সংস্কার কাজ শুরু করায় এলাকাবাসীর মনে স্বস্তি ফিরেছে
খুলনার পাইকগাছায় আরব আমিরাত সরকারের ত্রাণ ও কম্বল বিতরণ
শ্যামনগরে হাঁস-মুরগি পালনে ৭২ জন নারী-পুরুষের প্রশিক্ষণ সম্পন্ন
মাগুরায় শীতার্ত দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরন
পাইকগাছায় ৯ বছরের শিশু কন্যা নিখোঁজ
পাইকগাছায় কৈশোর কার্যক্রম ও উপজেলা দিবস উদযাপন
শ্যামনগরে পরিবারে আয় বাড়াতে ও পুষ্টির চাহিদা পূরণে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ
নড়াইলে কিরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ
পাইকগাছায় পুলিশ সুপারের মতবিনিময় ও সুধী সমাবেশ
উপকূলীয় পাইকগাছায় সিটিসিআরপি সড়কে বদলাচ্ছে যোগাযোগ ব্যবস্থা 