

বুধবার ● ১৯ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » খেলা » পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
উৎসব মুখর পরিবেশে পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে স্কুল প্রাঙ্গণে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাঃ শহিদুল ইসলাম এর সভাপতিত্বে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। বিশেষ অতিথি ছিলেন,পাইকগাছা সরকারি কলেজের অধ্যক্ষ সমারেশ রায়, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান আলী শেখ, ইউআরসি ইন্সট্রাক্টর মো. ঈমান উদ্দিন, প্রধান শিক্ষক মোঃ আব্দুল ওহাব, মিলি জিয়াসমিন, অবঃ প্রধান শিক্ষক মোঃ খালেকুজ্জামান ও অব সহকারী শিক্ষক অখিল কুমার সরকার, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন। এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র শিক্ষক প্রদীপ কুমার শীল, দেবাশীষ সরকার, মোঃ রহমত আলী, মোঃ ইমরুল ইসলাম, সহকারী শিক্ষক জিএম এম খায়রুল ইসলাম, মোঃ রবিউল ইসলাম, মোঃ আল আমিন হুসাইন, মুহাঃ হুমায়ুন কবির, শিরিনা খাতুন, রাবেয়া সুলতানা, মো. আব্দুল মোমিন, রত্নেশ্বর সরকার, শামীমা ইয়াসমিন, গীতা রাণী, শাহানা ইয়াসমিন, আজমেরী সুলতানা, অভিভাবক বৃন্দ ও শিক্ষার্থীরা। দিনব্যাপী বিভিন্ন ইভেন্ট প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।