শিরোনাম:
পাইকগাছা, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১৫ মাঘ ১৪৩২

SW News24
বুধবার ● ১৯ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » রাজনীতি » পাইকগাছা উপজেলা ও পৌরসভা বিএনপি’র কমিটি বিলুপ্ত ঘোষণা
প্রথম পাতা » রাজনীতি » পাইকগাছা উপজেলা ও পৌরসভা বিএনপি’র কমিটি বিলুপ্ত ঘোষণা
২৪২ বার পঠিত
বুধবার ● ১৯ ফেব্রুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছা উপজেলা ও পৌরসভা বিএনপি’র কমিটি বিলুপ্ত ঘোষণা

---

খুলনা জেলা বিএনপি’র আহবায়ক মনিরুজ্জামান মন্টু বলেছেন, বিএনপি হচ্ছে ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী একটি আদর্শীক রাজনৈতিক দল। যে দলের কাছে সকল ধর্মের মানুষ এবং দেশের জনগণ নিরাপদ। তিনি বলেন, বিএনপি’র প্রতি জনগণের যে আস্থা ও আকাঙ্খা রয়েছে তার প্রতিফলন ঘটাতে হলে দলকে সুসংগঠিত এবং দলের মধ্যে শৃঙ্খলার কোন বিকল্প নাই। তিনি বলেন, ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন হয়েছে। আওয়ামী লীগ পালিয়ে গেছে। কিন্তু সমাজের বিভিন্ন স্তরে তাদের দোসররা রয়ে গেছে। সমাজ থেকে তাদেরকে বিতাড়িত করার মাধ্যমে আওয়ামী লীগের মূল উৎপাটন করতে হবে। তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, যাদের কর্মকান্ডে সাধারণ মানুষ ক্ষুদ্ধ এবং দলের ভাবমুর্তি ক্ষুন্ন হচ্ছে নিজেদের সংশোধন না করলে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে। তিনি ভালো কাজ করে জনগণের মন জয় করার মাধ্যমে ঐক্যবদ্ধ ভাবে ধানের শীষ প্রতীকের প্রার্থীর বিজয় নিশ্চিত করতে ভেদাভেদ ভুলে গিয়ে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান। তিনি পাইকগাছা উপজেলা ও পৌরসভা বিএনপি’র কমিটি বিলুপ্ত করে সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করার ঘোষণা দেন। এ সময় তিনি বলেন, নির্বাচনের মাধ্যমে বিএনপি’র সকল কমিটি গঠন করা হবে। ত্যাগী, পরীক্ষিত, দক্ষ ও সমাজের গ্রহণযোগ্য নেতাকর্মীরা কমিটিতে গুরুত্ব পাবে উল্লেখ করে নির্ভেজাল তালিকা করার জন্য নির্দেশনা দেন। এ সময় তিনি বলেন, কমিটিতে কেউ যদি স্বৈরাচারী দোসরদের নাম দেয় তা হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিএনপি’র কমিটিতে অপশক্তির কোন চিহ্ন থাকবে না বলে সবাইকে সতর্ক করেন। তিনি বুধবার বিকালে পাইকগাছা প্রেসক্লাব মিলনায়তনে উপজেলা ও পৌরসভা বিএনপি আয়োজিত বিএনপি’র কর্মী সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। উপজেলা বিএনপি’র সভাপতি ডাঃ মোঃ আব্দুল মজিদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম—আহবায়ক এ্যাডঃ মোমরেজুল ইসলাম, জেলা বিএনপি নেতা খান জুলফিকার আলী জুলু, মোল্যা খায়রুল ইসলাম, এনামুল হক স্বজল, জাফরিন নেওয়াজ চন্দন, আনোয়ার হোসেন আনো, এ্যাডঃ জিএম আব্দুস সাত্তার, শাহাদাৎ হোসেন ডাবলু। পৌর বিএনপি’র আহবায়ক সেলিম রেজা লাকি ও উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সিনিয়র সহ—সভাপতি আসলাম পারভেজ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, পৌর সদস্য সচিব মোস্তফা মোড়ল, ইমামুল ইসলাম, তোফাজ্জেল সরদার, আবু সালেহ ইকবাল, মাস্টার বাবর আলী গোলদার, আসাদুজ্জামান ময়না, সাবেক কাউন্সিলর এসএম ইমদাদুল হক, কামাল আহম্মেদ সেলিম নেওয়াজ, ইমরান হোসেন, এ্যাডঃ সাইফুদ্দীন সুমন, মেছের আলী সানা, কাজী সাজ্জাদ আহম্মেদ মানিক, তৌহিদুজ্জামান মুকুল, লক্ষ্মী রানী গোলদার, শেখ বেনজির আহম্মেদ, যজ্ঞেশ^র সানা কার্তিক, নাজির আহম্মেদ, কাজী সাইফুল ইসলাম তারিক, সরদার ফারুক আহম্মেদ, আবু মুসা, সুজায়েত আলী, ইউনুস মোল্ল্যা ও কৃষ্ণা ব্যানার্জী সহ বিএনপি এবং অঙ্গ সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সমাবেশ শেষে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও জেলা বিএনপির সদস্য সচিব আবু হোসেন বাবুর সুস্থ্যতা এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মাওঃ আবুল কালাম আজাদ।





রাজনীতি এর আরও খবর

ইউপি সদস্য থেকে এমপি প্রার্থী ইউপি সদস্য থেকে এমপি প্রার্থী
নড়াইল-১ আসনে স্বতন্ত্র প্রার্থী নাগিব হোসেনের নির্বাচনী পথসভা ও মিছিল নড়াইল-১ আসনে স্বতন্ত্র প্রার্থী নাগিব হোসেনের নির্বাচনী পথসভা ও মিছিল
দেশ নিয়ে থাকবো দেশের উন্নয়ন করবো  - ডা. শফিকুর রহমান দেশ নিয়ে থাকবো দেশের উন্নয়ন করবো - ডা. শফিকুর রহমান
পাইকগাছায় জামায়াতের প্রার্থী মাওঃ আবুল কালাম আজাদের ইট-ভাটা শ্রমিকদের সাথে মতবিনিময় পাইকগাছায় জামায়াতের প্রার্থী মাওঃ আবুল কালাম আজাদের ইট-ভাটা শ্রমিকদের সাথে মতবিনিময়
শ্রীপুরে গণভোটের পরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত সভা শ্রীপুরে গণভোটের পরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত সভা
মাগুরায় জামায়াতে নির্বাচনী প্রচারণা মিছিল ও গণ সংযোগ  শুরু মাগুরায় জামায়াতে নির্বাচনী প্রচারণা মিছিল ও গণ সংযোগ শুরু
মাগুরায় ১০ দলীয় ঐক্য জোটের সংবাদ সম্মেলন মাগুরায় ১০ দলীয় ঐক্য জোটের সংবাদ সম্মেলন
আগামী বাংলাদেশ হোক সাম্প্রদায়িক সম্প্রীতির  -সু প্রদীপ চাকমা আগামী বাংলাদেশ হোক সাম্প্রদায়িক সম্প্রীতির -সু প্রদীপ চাকমা
মাগুরায় সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তোরণ শীর্ষক সুজনের গোলটেবিল বৈঠক মাগুরায় সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তোরণ শীর্ষক সুজনের গোলটেবিল বৈঠক
মাগুরায় দুটি আসনে ১১ প্রার্থীর মনোনয়ন বৈধ; বাতিল ৪ মাগুরায় দুটি আসনে ১১ প্রার্থীর মনোনয়ন বৈধ; বাতিল ৪

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)