

রবিবার ● ১৮ মে ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রন বাজারদর মনিটরিং কমিটির সভা
মাগুরায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রন বাজারদর মনিটরিং কমিটির সভা
মাগুরা প্রতিনিধি : মাগুরা জেলা দ্রব্যমূল্য নিয়ন্ত্রন বাজারদর মনিটরিং ও পণ্য বিপণন মনিটরিং সংক্রান্ত কমিটির মাসিক সভা রবিবার সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়। মাগুরা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম। সভায় পুলিশ সুপার, সিভিল সার্জন এর প্রতিনিধি, জেলা পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় বর্তমান মাগুরার বাজারদর নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সংশ্লিষ্ঠ বিভাগের কর্মকর্তা বর্তমান বাজারদর পণ্য বিপণন ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। জেলা মৎস্য কর্মকর্তা, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, জেলা খাদ্য কর্মকর্তা, সহকারি পরিচালক ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর,কৃষি বিপণন কর্মকর্তা তাদের বক্তব্য তুলে ধরেন। জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম সংশ্লিষ্ট বিষযে সরকারের নীতিমালা তুলে ধরে তা বাস্তবায়নে সক্রীয় ভুমিকা রাখার আহবান জানান।