

মঙ্গলবার ● ৮ জুলাই ২০২৫
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩শত এন্টি রেবিক্স ভ্যাকসিন ভয়েল ও ৫ হাজার মাক্স প্রদান
কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩শত এন্টি রেবিক্স ভ্যাকসিন ভয়েল ও ৫ হাজার মাক্স প্রদান
এম আব্দুল করিম, কেশবপুর (যশোর )প্রতিনিধি: যশোরের কেশবপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩শত এন্টি রেবিক্স ভ্যাকসিন ভয়েল ও ৫ হাজার মাক্স প্রদান করা হয়েছে।
সোমবার (৭ জুলাই) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আলমগীর হোসেনের নিকট হস্তান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশল কর্মকর্তা নজিবুল হক, সুজন কেশবপুর উপজেলা শাখার সভাপতি হাজী রূহুল কুদ্দুস সাংবাদিক এম এম আবদুর রহমানসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার রেখসোনা খাতুন বলেন, গত ৮ মাসে কেশবপুর উপজেলায় হনুমান কুকুর ও বিড়ালের কামড়ে সাড়ে আটশতর অধিক লোক আহত হয়েছে। দীর্ঘদিন কেশবপুর হাসপাতালে কোন এন্টি রেবিক্স ভ্যাকসিন ছিলনা। তাই রোগীর সেবা নিশ্চিত করতে উপজেলা পরিষদের যাকাত ফান্ডের অর্থে এই ভ্যাকসিন করায় করা হয়েছে ।