

বুধবার ● ৯ জুলাই ২০২৫
প্রথম পাতা » বিশেষ সংবাদ » পাইকগাছা সড়ক বেহাল, অল্প বৃষ্টিতেই হাঁটুপানি
পাইকগাছা সড়ক বেহাল, অল্প বৃষ্টিতেই হাঁটুপানি
প্রকাশ ঘোষ বিধান, পাইকগাছা ; টানা ভারী বৃষ্টিপাতের ফলে পাইকগাছা মেইন সড়ক বেহাল হয়ে পড়েছে। পাইকগাছা আঠার মাইল সড়কের কাশিমনগর হতে পাইকগাছা জিরো পয়েন্ট পর্যন্ত সড়কটি সংস্কার না করায় বৃস্টিতে রাস্তা ভেঙ্গে খানা-খন্দ ও ডোবায় পরিণত সড়কটি বেহাল দশায় পরিণত হয়েছে। খানাখন্দে ভরা সড়কে বৃষ্টি হলে জমছে হাঁটু পানি। কয়েক দিনের টানা বৃষ্টিতে চলাচলের অনুপযোগী হয়ে গেছে সড়ক। গোলাবাটি মোড়ের সড়কটি খালে পরিণত হয়েছে। অধিক ঝুকিপূর্ণ স্থান সতর্ক করতে লাল পতাকা দেওয়া হয়েছে। যানবাহন ঝুকি নিয়ে চলাচল করছে।
সড়কের পাইকগাছা জিরো পয়েন্ট, মানিক তলা, নতুন বাজার, হাবিব নগর, আগড়ঘাটা, গোলাবাটি ও কপিলমুনি বাজার মোড় সড়কটিতে সামান্য বৃষ্টি হলে পানি জমে তলিয়ে যায়। বিশেষ করে পাইকগাছা জিরো পয়েন্ট ও গোলাবাটি মোড়ের সড়কে বৃষ্টি হলেই হাঁটুপানি জমে তলিয়ে যায়। পুরো সড়কে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকার কারণে বৃষ্টির পানি, ড্রেনেজের ময়লা পানি সড়কে এসে জমা হওয়ায় ভোগান্তিতে পড়েছে এ সড়ক দিয়ে চলাচলরত পথচারী ও এলাকাবাসী।
উপকূল এলাকার গুরুত্বপূর্ণ এ সড়কে প্রতিদিন ঢাকাগামী পরিবহন, বাস-ট্রাক, ছোট যানবাহনসহ হাজার হাজার যানবাহন চলাচল করে। প্রতিদিন তাদের মালামাল বহনের জন্য ব্যবহার হয় মালবাহী বড় বড় ট্রাক। সব মিলিয়ে সড়কটি চলাচলের জন্য গুরুত্ব অনেক।
জানা গেছে, পাইকগাছা জিরো পয়েন্ট হতে কপিলমুনি বাজার পর্যন্ত প্রায় ১৬ কিলোমিটার সড়ক দীর্ঘদিন ধরে সংস্কার হয়নি। সংস্কার না হওয়ায় রাস্তার ইট, খোয়া, পাথর, উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কার্পেটিং উঠে এবড়ো-থেবড়ো হয়ে পড়েছে। রাস্তার গর্তের মাটি, ইট সরে খালে পরিণত হয়েছে। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় গর্তে পড়ে যানবাহনের এস্কেল ও পাতি ভেঙ্গে দাড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। তাছাড়া ভাঙ্গাচুড়া সড়কে যানবাহন চলাচলের কোন শৃংখলা নেই। যে যেভাবে পারছে সে সেভাবেই চলছে। ছোট যানবাহন ও অটোরিকশা উল্টে ঘটেছে দুর্ঘটনা। এতে করে সড়কে প্রতিনিয়ত দূর্ঘটনা বাড়ছে।
সড়কের বেহাল অবস্থার কারণে সীমাহীন দুর্ভোগে পড়েছে পথচারি ও স্থানীয় বাসিন্দারা। যাতায়াতের বিকল্প কোনো রাস্তা নেই। ফলে বাধ্য হয়ে সীমাহীন দুর্ভোগের মধ্য দিয়েই প্রতিদিন যাতায়াত করছে হাজারো মানুষ ও যানবাহন। চালক, যাত্রী সাধারণ ও এলাকাবাসি উপকূলের জনগুরুত্বপূর্ণ সড়কটি সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে খুলনা জেলা সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তাদের সু-দৃস্টি কামনা করেছে।