

রবিবার ● ২০ জুলাই ২০২৫
প্রথম পাতা » খেলা » কেশবপুর প্রেসক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
কেশবপুর প্রেসক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
এম আব্দুল করিম, কেশবপুর (যশোর) প্রতিনিধি : যশোরের কেশবপুর প্রেসক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার বিকেলে প্রেসক্লাবের কনফারেন্স রুমে একটা আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ উজ জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যশোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: আছাদুজ্জামান। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্টের মহাসচিব সাইফুল ইসলাম। অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন কেশবপুর প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি আব্দুল হাই সিদ্দিকী, সহ সভাপতি মোল্লা আব্দুস সাত্তার, সাবেক সহ সভাপতি মোতাহার হোসাইন, সাবেক সাধারন সম্পাদক জয়দেব চক্রবর্তী, যুগ্ম সাধারন সম্পাদক উৎপল দে, ক্রীড়া ও সাহিত্য সম্পাদক মাসুম বিল্লাহ, গ্রন্থাগার সম্পাদক মতিয়ার রহমান, সদস্য নুরুল ইসলাম খান ও রমেশ দত্ত। আলোচনা শেষে কেরামবোর্ড টুর্ণামেন্টের চাম্পিয়ন আব্দুল্লাহ আল ফুয়াদ ও উৎপল দে জুটি ও রানার্স আপ আব্দুল করিম ও মতিয়ার রহমান জুটিকে পুরস্কার প্রদান করা হয়। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন আব্দুল্লাহ আল ফুয়াদ। অনুষ্ঠানে প্রেসক্লাবের পক্ষ থেকে প্রধান অতিথিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।