

সোমবার ● ২৮ জুলাই ২০২৫
প্রথম পাতা » শিক্ষা » কেশবপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা
কেশবপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা
এম আব্দুল করিম, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুরে ইসলামী ছাত্রশিবির এর উদ্যোগে ২০২৫ সালের এসএসসি ও দাখিল সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেশবপুর পৌর শাখার সভাপতি মোঃ রুস্তম আলীর সভাপতিত্বে সোমবার সকালে উপজেলায় প্রাথমিক শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর রিপুল কবির।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে আলোচনা রাখেন কেশবপুর উপজেলা জামায়াতের ইসলামীর আমির বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মুক্তার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর ইসলামী ছাত্রশিবির সাবেক সভাপতি সাইদুর রহমান সাঈদ, যশোর জেলা সাবেক সভাপতি ও বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট ওজিয়াউর রহমান, জেলা সেক্রেটারি মিনারুল ইসলাম আবু জাফর। এসময় আরো উপস্থিত ছিলেন কৃষিবিদ তাজাম্মুল ইসলাম, রুস্তম আলী, বোরহান উদ্দিন প্রমুখ। সংবর্ধনা প্রদানোত্তর শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয়।