

সোমবার ● ২৮ জুলাই ২০২৫
প্রথম পাতা » সুন্দরবন » শ্রীপুরে জুলাই পূনর্জাগরণ উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প
শ্রীপুরে জুলাই পূনর্জাগরণ উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প
মাগুরা প্রতিনিধিঃ জাতীয় কর্মসূচীর অংশ হিসেবে মাগুরার শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ‘জুলাই পূনর্জাগরণ অনষ্ঠানমালা ২০২৫ ‘ উপলক্ষে ফ্রি চিকিৎসা সেবা ও রক্তদাতাদের ডাটাবেজ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশরাফুজ্জামান লিটনের উপস্থিতিতে জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডাঃ জুলি চৌধুরী, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ কাজী নাজমুুস সাকিব, ডাঃ আশীষ কুমার পাল, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোঃ হুমায়ুন কবির, সিনিয়র স্টাফ নার্স, মিডওয়াইফসহ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা কর্মচারীগণ এ কার্যক্রমে অংশ গ্রহণ করেন। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশরাফুজ্জামান লিটন বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশক্রমে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা -২০২৫ উপলক্ষে রক্তদাতদের ডাটবেজ তৈরি ও হাসপাতালে আগত রোগীদের ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। সরকারের এই মহতী কার্যক্রম দিনব্যাপী চলমান থাকবে।
সকাল থেকে দুপুর পর্যন্ত আউটডোর ও ইমারজেন্সিতে ৪ শ পঞ্চাশ জনের অধিক রোগীকে চিকিৎসা সেবা প্রদান এবং ১৭ জন রক্তদাতাদের ডাটাবেজ তৈরি করা হয়েছে।