

মঙ্গলবার ● ৫ আগস্ট ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরায় জুলাই গণঅভ্যুাত্থান দিবস পালিত
মাগুরায় জুলাই গণঅভ্যুাত্থান দিবস পালিত
মাগুরা প্রতিনিধি : মাগুরায় নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ মঙ্গলবার (৫ আগস্ট) দিনব্যাপী জুলাই গণঅভ্যুাত্থান দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শহরের বরুনাতৈল গ্রামে শহীদ মেহেদী হাসান রাব্বী ও পারনান্দুয়ালী ব্যাপারীপাড়া গ্রামে শহীদ আল-আমিনের কবর জিয়ারত ও দোয়া মাহফিলসহ জেলায় ১০জন শহীদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। সকাল ১০টায় জেলা অডিটরিয়ামে শহীদ পরিবারের সদস্যদের সম্মিলন অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মো. অহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার মিনা মাহমুদা, সিভিল সার্জন ডাক্তার শামীম কবির, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাশ্বতী শীল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের, জেলা তথ্য অফিসার পাভেল দাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিবুল হাসান, জেলা বিএনপির আহবায়ক আলী আহমেদ, সদস্য সচিব মনোয়ার হোসেন খান, জেলা জামায়াতের আমীর এমবি বাকের, শহীদ রাব্বীর স্ত্রী রুমি খাতুন, শহীদ আল-আমিনের স্ত্রী সুমি খাতুনসহ শহীদ পরিবারের সদস্যরা। সম্মিলন শেষে শহীদ পরিবারের মধ্য ক্রেস্ট,উপহার ও চেক বিতরণ করা হয় । সার্বিক অনুষ্ঠানে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ,সরকারি-বেসরকারি কর্মকর্তা ,বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার প্রধান,শিক্ষার্থীসহ সুধীজন উপস্থিত ছিলেন ।
সকাল ১১ টায় জেলা বিএনপি, জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দল পৃথকভাবে শহরে বিজয় মিছিল করে। এ ছাড়া বিভিন্ন ধর্মীয় উপসানালয়গুলোত শহীদদের আত্মার মাগফেরাত কমনা করে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।