

বৃহস্পতিবার ● ৭ আগস্ট ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরায় উন্মুক্ত লটারীর মাধ্যমে ও এম এস ডিলার নিয়োগ
মাগুরায় উন্মুক্ত লটারীর মাধ্যমে ও এম এস ডিলার নিয়োগ
মাগুরা প্রতিনিধি : মাগুরায় বাজারে খাদ্যশর্ষ্য ও এম এস নীতিমালা ২০২৪ এ-র আলোকে মাগুরা পৌরসভার আওতাধীন ৯ টি ওয়ার্ডে ৯ জন্য ডিলার নিয়োগের লক্ষে উন্মুক্ত লটারী অনুষ্ঠিত হয়। মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম এ-র সভাপতিত্বে এ অনুষ্ঠানে জেলা খাদ্য কর্মকর্তা সঞ্জিত দাস, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, পুলিশ সুপারের প্রতিনিধি শরিফুল ইসলাম, উপজেলা কুষি কর্মকর্তা আবেদনকারী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ৯ জন ডিলারে নিয়োগ প্রাপ্তির আবেদন ছিল ১৬০ টি। তার মধ্যে যাচাই বানাইতে ২১জন বাদ যায়। বাকি ১৩৯ জন্য লটারীতে অংশগ্রহন করে। জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত উন্মুক্ত লটারীর মাধ্যমে ৯টি ওয়ার্ডে ৯ জন্য ডিলার নিয়োগ দেয়া হয়। লটারীতে ১ নং ওয়ার্ডে আব্দুল মজিদ মন্ডল, ২ নং ওযার্ডে আরমান হোসেন, ৩নং ওযার্ডে উষা বেগম,৪ ন্য ওয়ার্ডে ইমরুল ইসলাম,৫ নং ওয়ার্ডে ইব্রাহীম হোসেন,৬ নং ওয়ার্ডে ফজলুল কবীর, ৭ নং ওয়ার্ডে খায়রুল আলম,৮ নং ওযার্ডে আরিফুল ইসলাম ও ৯ নং ওযার্ডে ফারুকুজ্জামান নির্বাচিত হয়।
আবেদনকারীদের মধ্যে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আমিরুল ইসলাম, হাসানের রহমান হাসু, মারুফ হাসান প্রমুখ।