

মঙ্গলবার ● ২ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » রাজনীতি » মাগুরায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপন ও মৎস্য অবমুক্ত কর্মসূচি
মাগুরায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপন ও মৎস্য অবমুক্ত কর্মসূচি
মাগুরা প্রতিনিধি : মাগুরায় বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাগুরা সরকারী হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের পক্ষ থেকে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় মাগুরা সরকারী কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মনোয়ার হোসেন খান। উপস্থিত ছিলেন মাগুরা সরকারী হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ অধ্যাপক রেজভী জামান এছাড়াও উপস্থিত ছিলেন মাগুরা জেলা যুবদল,স্বেচ্ছাসেবকদল, কৃষকদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মনোয়ার হোসেন খান বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গাছ লাগানো ব্যাপক পছন্দ করতেন। তার স্মরণে আমরা যদি কিছু গাছ লাগায় ও কিছু গাছ মানুষকে বিতরণ করি এই গাছের ফল হলে, গাছের যত্ন নিলে ছাদগায় জারিয়া হবে। আমাদের নেতার রুহের প্রতি ছোঁয়াবটুকু পৌঁছে যাবে। সেই জন্য আমাদের উদ্দেশ্য লোক দেখানো নয় সত্যিকার অর্থে গাছ লাগিয়ে পরিবেশ রক্ষা এবং মানুষের কল্যাণে গাছ লাগানো। পরে নবগঙ্গা নদীতে মাগুরা পৌর যুবদল কতৃক মৎস্য অবমুক্তি করণ উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে মনোয়ার হোসেন খান। এ সময় জেলা বিএনপির সদস্য কুতুব উদ্দিন, জেলা যুবদলের সহ সভাপতি আমিরুল ইসলাম, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সৈয়দ খায়রুল ইমন, জেলা কৃষক দলের সভাপতি রুবাইয়াত হোসেন খান প্রমুখ উপস্থিত ছিলেন।