

মঙ্গলবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরা সদর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা
মাগুরা সদর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা
মাগুরা প্রতিনিধি : মাগুরা সদর উপজেলার মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা মঙ্গলবার সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়। মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার হাসিবুল হাসান সভায় সভাপতিত্ব করেন। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আফজাল হোসেন, মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আয়ুব আলী, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা শাহজাহান সিরাজ,উপজেলা মৎস্য কর্মকর্তা তোজাম্মেল হক উপজেলা আইসিটি কর্মকর্তা ওলিউল্রাহ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইদুজ্জামান খান, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। উপজেলায় মাদকের ভয়াবহতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মাদক নিয়ন্ত্রনে জরুরী ভিত্তিতে পদক্ষেপ গ্রহনের জন্য সভায় গুরুত্ব আরোপ করা হয়। সভায় মোবাইল জুয়া ছিছকে চুরি,মাদক রোধ, সড়ক মহাসড়কে বালু পরিবহন পরিবেশ রক্ষা বিষয়ে আলোচনা হয়। এসব বিষয়ে গুরুত্বের সাথে ব্যবস্থা গ্রহনের প্রতি গুরুত্ব আরোপ করা হয়।