

সোমবার ● ২৯ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » পাইকগাছার বাজার খোলা গাছতলা মন্দিরে ইচ্ছা পুরনে মানত
পাইকগাছার বাজার খোলা গাছতলা মন্দিরে ইচ্ছা পুরনে মানত
পাইকগাছা বাজার খোলা গাছতলা মন্দিরে ইচ্ছা পুরনে মানত দেওয়া হয়েছে। ইচ্ছা পূরণের জন্য ঈশ্বরের কাছে কোনো কিছু উৎসর্গ করার প্রতিজ্ঞা করাকে বোঝায়, যা একটি ধর্মীয় প্রথা। ২৯ সেপ্টেম্বর সোমবার সকালে পাইকগাছা বাজার খোলা গাছতলা মন্দিরে ইচ্ছা পুরনে মানত দেয়ো হয়। সাতক্ষীরা জেলার তালা উপজেলার হরিহর নগর গ্রামের উজ্জল দাশ পুত্র সন্তানের জন্য এক বছর আগে মানত করেন। তার আশা পুরণ হওয়ায় তিনি পুত্রের সম পরিমান ওজনে বিভিন্ন মিস্টি ও ফল দিয়ে মানত পূর্ণ করেন। এসময় তার স্ত্রী শিখা দাশসহ পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।
মন্দিরে মানত একটি ধর্মীয় প্রতিজ্ঞা, যা সাধারণত কোনো উদ্দেশ্য পূরণের জন্য ঈশ্বরের কাছে করা হয় এবং উদ্দেশ্য পূরণ হলে তা অবশ্যই পালন করতে হয়। যা সাধারণত অর্থ, সামগ্রী বা অন্য কোনো প্রতিশ্রুতির মাধ্যমে সম্পন্ন হয়। মানত দেওয়ার উদ্দেশ্য হলো কোনো দেব-দেবীর কাছে কোনো কিছু প্রার্থনা করা এবং তা পূরণ হলে প্রতিজ্ঞা অনুযায়ী কিছু প্রদান করা। পাইকগাছা বাজার খোলা গাছতলা মন্দিরে ইচ্ছা পুরনে স্থনীয়সহ দেশের বিভিন্ন স্থান থেকে লোকজন মানত করেন।