

শনিবার ● ৪ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » সাহিত্য » নড়াইলে সাহিত্য আলোচনা ও নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
নড়াইলে সাহিত্য আলোচনা ও নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
নড়াইল প্রতিনিধি ; নড়াইলে সাহিত্য আলোচনা ও নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ‘সাহিত্যের সন্ধানে’ নড়াইল জেলা কমিটির আয়োজনে শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যায় লোহাগড়া উপজেলার ডক্টর ওয়াহিদ পাঠাগার মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
কবি আতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-সাহিত্যের সন্ধানে’র প্রতিষ্ঠাতা কবি আসাদ সরকার।
কবি টিপু সুলতানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লোহাগড়া লেখক পরিষদের সম্পাদক কবি প্রবক্তা সাধু, সাহিত্য প্রত্যাশার সম্পাদক কবি দুখু হুমায়ুন ও সাহিত্যের সন্ধানের সহ-সভাপতি ফকরুল আলম। বিশেষ আলোচক ছিলেন-কবি ওয়াহিদ মোহাম্মদ ও বিএম মিজানুর রহমান।
এছাড়া আলোচক ছিলেন-কবি ননী গোপাল চক্রবর্তী, কামনা ইসলাম, পারভেজ হাসান, তাজুল ইসলাম, মালেক মোল্যা, ইমরান হোসেন, রিপন ঘাগাইসহ অনেকে।
এদিকে, সাহিত্যের সন্ধানে ১১ সদস্য বিশিষ্ট নড়াইল জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সভাপতি মনোনীত হয়েছেন-কবি বিএম মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক কবি টিপু সুলতান।