

সোমবার ● ১৩ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় চিংড়ি ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা
পাইকগাছায় চিংড়ি ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা
পাইকগাছায় চিংড়ি ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার বিকালে উপজেলা সদরের চিংড়ি বিপনন কেন্দ্র সহ বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক। মৎস্য, মৎস্য পণ্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ আইনে পুশ বিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। মৎস্য ও মৎস্যপণ্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ আইনে পুশ বিরোধী অভিযান পরিচালনা করে অস্বাস্থ্যকর পরিবেশে চিংড়ি ক্রয় বিক্রয় করার অপরাধে ১ জন ব্যবসায়ীকে ৩ হাজার টাকা প্রশাসনিক জরিমানা করা হয়। এসময় ক্ষেত্র রণধীর সরকার সহ নৌ-পুলিশের উপ-পুলিশের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক জানান,
চিংড়িতে অপদ্রব্য পুশ একটি দণ্ডনীয় অপরাধ। কিছু অসাধু ব্যবসায়ী অতি মুনাফার লোভে এই কাজ গুলো করে। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে চিংড়ি ক্রয় বিক্রয় না করার আহ্বান জানান। তিনি বলেন, জনসচেতনতা দরকার। জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে।