

শনিবার ● ১৮ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » রাজনীতি » পাইকগাছায় জাকের পার্টির সাংগঠনিক জনসভা অনুষ্ঠিত
পাইকগাছায় জাকের পার্টির সাংগঠনিক জনসভা অনুষ্ঠিত
পাইকগাছায় জাকের পার্টির সাংগঠনিক জনসভা অনুষ্ঠিত হয়েছে। শান্তি ও স্থিতিশীলতার আহ্বানে দেশজুড়ে ২০ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে ১৮ অক্টোবর শনিবার বিকালে পৌরসভা চত্বরে জনসভা ও র্যালির আয়োজন করে জাকের পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠন। পৌরসভা জাকের পার্টির সভাপতি এরশাদ আলী মোড়লের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি ছিলেন, স্থায়ী কমিটির সদস্য ও খুলনা জেলা সভাপতি শেখ আনসার আলী। প্রধান বক্তা ছিলেন, খুলনা সাংগঠনিক বিভাগীয় সভাপতি এসএম সাব্বির হোসেন। উপজেলা সভাপতি শেখ মিজানুর রহমান এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শেখ মোর্তজা আল মামুন, খুলনা জেলা ছাত্র ফ্রন্টের সভাপতি ইয়াসির আরাফাত, জেলা জাকের পার্টির সহ সাধারণ সম্পাদক শেখ ইফতেখার আল মামুন, জেলা মহিলা ফ্রন্টের সভাপতি ফারজানা পারভীন শিউলি। মিলাদ মাহফিল পরিচালনা করেন, রেদোয়ান হোসেন সিমিন ও হাফেজ মাওলানা শাহদাৎ হোসেন। জনসভা শেষে এক র্যালি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।