শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২

SW News24
সোমবার ● ১০ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় স্বামী-স্ত্রী চেতনানাশকে হাসপাতালে ; স্বর্ণালংকার লুট
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় স্বামী-স্ত্রী চেতনানাশকে হাসপাতালে ; স্বর্ণালংকার লুট
৯৩ বার পঠিত
সোমবার ● ১০ নভেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় স্বামী-স্ত্রী চেতনানাশকে হাসপাতালে ; স্বর্ণালংকার লুট

---খুলনার পাইকগাছায় স্বামী-স্ত্রীকে খাবারে সাথে চেতনানাশক ওষুধ খাইয়ে স্বর্ণালংকার লুট করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে উপজেলার কপিলমুনি ইউনিয়নের শ্যামনগর গ্রামের মাওলানা আবু ইউসুফ (৬০) এর বাড়িতে। এসময় চোরেরা দুটি হাতের বালা, কানের দুল ও চেইনসহ প্রায় দুই লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।


অসুস্থ মাওলানা আবু ইউসুফ এর ছোট ভাই মো: মফিজুল ইসলাম (৩৮) জানান, ২ জন ভাইপো চাকরির সুবাদে বাইরে থাকে, ভাই ভাবি বাড়িতে থাকে, রবিবার রাতে কোনো এক সময় দুর্বৃত্তরা খাবারে চেতনা নাশক দ্রব্য মিশিয়ে দেয় বলে তারা সন্দেহ করছেন।পরবর্তীতে ভাই ও ভাবি ওই খাবার খেয়ে অচেতন হয়ে পড়েন।

রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা ঘরে ঢুকে প্রায় দুই ভরি সোনা, লুট করে নেয়। সোমবার সকালে জ্ঞান ফিরলে দেখতে পায়, ঘরের দরজা খোলা এবং ঘরের জিনিসপত্র ছাড়ানো ছিটানো ও গহনা গুলো চুরি হয়ে গেছে।


পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: নিরাপদ মন্ডল জানান, অজানা বিষক্রিয়ায় আক্রান্ত দুইজন রোগীকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তারা ধীরে ধীরে সুস্থ হচ্ছেন।


এ বিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রিয়াদ মাহমুদ বলেন,ঘটনাটি সম্পর্কে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।





আর্কাইভ