সোমবার ● ২৪ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » অপরাধ » নড়াইলে জমি সংক্রান্ত দ্বন্দ্বে কিশোর ভ্যানচালককে হত্যা! দাবি মায়ের
নড়াইলে জমি সংক্রান্ত দ্বন্দ্বে কিশোর ভ্যানচালককে হত্যা! দাবি মায়ের
নড়াইল প্রতিনিধি ; জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে নড়াইল সদরের ছোট মিতনা গ্রামে প্রতিপক্ষরা কিশোর ভ্যানচালক আমিনুর বিশ্বা্স আলিপকে (১৫) হত্যা করেছে বলে দাবি করেছেন ভুক্তভোগী মা রজিনা খাতুন। সোমবার (২৪ নভেম্বর) বেলা ১১টার দিকে ছোট মিতনা গ্রামে রজিনা খাতুনের বাড়িতে সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি।
রজিনা খাতুন বলেন, আমার স্বামী কেনায়েত বিশ্বাস প্রতিবন্ধী হওয়ায় অল্প বয়সে ছেলে আলিপকে সংসারের হাল ধরতে হয়েছিল। মাদরাসায় পড়াশুনার পাশাপাশি ইজিভ্যান চালিয়ে সংসার চালাত আমার ছেলে। কিন্তু, গত ৩ অক্টোবর রাতে আমার ছেলেকে হত্যা করা হয়। আলিপ আমার বড় সন্তান। তাকে হত্যার পর আর আমার দু’টি অবুঝ শিশু সন্তান রয়েছে। পরিবারে আয় করা মানুষকে হত্যার পর এখন সংসার চালাতে কষ্ট হচ্ছে।
রজিনা খাতুন আরো বলেন, সুশান্ত কুমারের কাছ থেকে ক্রয়কৃত জমি নিয়ে সৃষ্ট দ্বন্দ্বে আমার ছেলে আলিপকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে। ছোট মিতনা গ্রামে বসতবাড়ির ক্রয়কৃত ৩০ শতক জমির মূল্য পরিশোধ করার পরও ওই জমির দলিল করে দিচ্ছেন না সুশান্ত কুমার। এ ঘটনায় সৃষ্ট দ্বন্দ্বে পরিকল্পিত ভাবে তার ছেলেকে হত্যা করা হয়েছে। এ হত্যার ঘটনায় পুলিশ দুইজনকে আটক করলেও বাকিরা প্রকাশ্যে ঘোরাফেরা করছে। আমরা নিরাপত্তাহীনতায় আছি। আমার ছেলে হত্যার সঠিক তদন্ত ও হত্যার পরিকল্পনায় জড়িতদের দ্রুত গ্রেফতারপূর্বক বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি। এ ব্যাপারে আমি প্রধান উপদেষ্টা, জেলা প্রশাসক, পুলিশ সুপার, র্যাবসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছি।
এছাড়া পোড়াডাঙ্গার কামরুজ্জামানের পরিবার জানায়, সুশান্ত কুমারের কাছ থেকে ২০২১ সালে সাড়ে সাত লাখ টাকায় খাটোর মাগুরা মৌজা থেকে দুই দশমিক ৩৭ শতক জমি কিনেছি। পাঁচবার সময় দেয়ার পরও সুশান্ত কুমার এখনো পর্যন্ত ওই জমি লিখে দেননি। এক্ষেত্রে ভুক্তভোগী রজিনা খাতুন ও কামরুজ্জামানের পরিবার সুশান্ত কুমারের কাছে কয়েক বছর ধরে হয়রানির শিকার হচ্ছেন।
এদিকে সুশান্ত কুমার জানান, তার বিরুদ্ধে যেসব অভিযোগ করা হয়েছে; তা ভিত্তিহীন। কারোর সঙ্গে তার জমি সংক্রান্ত বিরোধ নেই।
এদিকে, আলিপ হত্যাকান্ডের ঘটনায় গত ৫ অক্টোবর নড়াইল সদরের চাঁচড়া গ্রামের বাহারুল বিশ্বাসের ছেলে মিনারুল এবং হাফিজুর মোল্যার ছেলে হৃদয়কে গ্রেফতার করে পুলিশ। তারা পুলিশকে জানায়, ঘটনার দিন ৩ অক্টোবর সকালে আলিপ ইজিভ্যান নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর ওইদিন রাতের বেলা মিনারুল এবং হৃদয় ইজিভ্যান চুরির জন্য কিশোর আলিপকে হত্যা করে।
সদর থানার ওসি সাজেদুল ইসলাম জানান, ছোট মিতনা গ্রামের আলিপ হত্যায় তার মা রজিনা খাতুন বাদি হয়ে গত ৫ অক্টোবর সদর থানায় মামলা দায়ের করেন। এ মামলায় গ্রেফতারকৃত মিনারুল ও হৃদয় ভ্যানচালক আলিপ হত্যার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। মামলার তদন্ত চলছে। এ ঘটনায় অন্য কেউ জড়িত থাকলে তাদেরকেও আইনের আওতায় আনা হবে।






পাইকগাছায় প্রায় ২ লক্ষ প্রাকৃতিক উৎসের চিংড়ি রেনু জব্দ
পাইকগাছায় চিংড়িতে পুশ বিরোধী অভিযানে ব্যবসায়ী ও আইস ফ্যাক্টরিতে জরিমানা
পাইকগাছায় মাদক কারবারি লুৎফর রহমানকে ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড
শ্রীপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে হামলায় আহত ২
নড়াইলে স্বেচ্ছাসেবকদলের নেতা মাসুদ হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
পাইকগাছায় স্বামী-স্ত্রী চেতনানাশকে হাসপাতালে ; স্বর্ণালংকার লুট
পাইকগাছায় স্কুলের পাশে অপরিচ্ছন্ন পরিবেশে পোল্ট্রি ফার্ম স্থাপন করায় মালিককে জরিমানা
নড়াইলে আ’লীগ নেতা ইউপি চেয়ারম্যান গ্রেফতার
নড়াইলের কালিয়ায় জমি দখলের অভিযোগ, থানায় হয়রানিমূলক এজাহার 