শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬, ১৯ পৌষ ১৪৩২

SW News24
শুক্রবার ● ২ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » রাজনীতি » খুলনার দুটি আসনে জাপার দুই প্রার্থীসহ ৩ জনের মনোনয়ন বাতিল
প্রথম পাতা » রাজনীতি » খুলনার দুটি আসনে জাপার দুই প্রার্থীসহ ৩ জনের মনোনয়ন বাতিল
২৯ বার পঠিত
শুক্রবার ● ২ জানুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খুলনার দুটি আসনে জাপার দুই প্রার্থীসহ ৩ জনের মনোনয়ন বাতিল

---মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের তৃতীয় দিনে খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) ও খুলনা-৬ (কয়রা- পাইকগাছা) আসনে যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। যাচাই-বাছাই শেষে দুটি আসনে ৩ প্রার্থীর মনোনয়ন বাতিল ও একজনের প্রার্থিতা স্থগিত করা হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) সকাল ১০টা থেকে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু হয়। যাচাই-বাছাইকালে ৮ জনের প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়।

রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, গত বছরের ৩০ ডিসেম্বর দুটি আসনে মোট ১২ প্রার্থী মনোনয়ন জমা দেন। আজ তৃতীয় দিনের জমা যাচাই-বাছাই শেষে ৩ প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে রিটার্নিং অফিসার। এসময় একজনের মনোনয়ন স্থগিত করা হয়।

যাচাই-বাছাই পর্বে খুলনা-৫ আসনের মনোনয়ন বাতিল হয়েছে জাতীয় পার্টির শামিম আরা পারভীন (ইয়াসমীন) এবং স্থগিত হওয়া প্রার্থী হলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশের শেখ মুজিবুর রহমান।

খুলনা-৬ আসনে প্রার্থীতা বাতিল হয়েছে স্বতন্ত্র প্রার্থী মো. আছাদুল বিশ্বাস ও জাতীয় পার্টির মো. মোস্তফা কামাল জাহাঙ্গীর।

বৈধ ঘোষণা হওয়া খুলনা-৫ আসনের প্রার্থীরা হলেন জামায়াতে ইসলামীর প্রার্থী গোলাম পরওয়ার, বিএনপির মোহাম্মদ আলী আসগার, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির চিত্ত রঞ্জন গোলাদার, বাংলাদেশ খেলাফত মজলিসের মো. আব্দুল কাইউম জমাদ্দার।

খুলনা-৬ আসনে বৈধ ঘোষণা হওয়া প্রার্থীরা হলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আবুল কালাম আজাদ, বিএনপির এস. এম. মনিরুল হাসান (বাপ্পী), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আছাদুল্লাহ ফকির, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রশান্ত কুমার মণ্ডল।





আর্কাইভ