শনিবার ● ১৭ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » রাজনীতি » মাগুরায় সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তোরণ শীর্ষক সুজনের গোলটেবিল বৈঠক
মাগুরায় সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তোরণ শীর্ষক সুজনের গোলটেবিল বৈঠক
মাগুরা প্রতিনিধি : সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ এ শ্লোগান নিয়ে সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ নাগরিক ভাবনা শীর্ষক গোলটেবিল বৈঠক আজ শনিবার সকাল ১০ টায় শহরের সৈয়দ আতর আলী রোডে প্রিমিয়াম কাচ্চি রেস্টুরেন্ট হল রুম অনুষ্ঠিত হয়েছে। সুশাসনের জন্য নাগরিক ( সুজন) মাগুরা জেলা শাখা এ গোলটেবিল বৈঠকের আয়োজন করে। সভায় সুজন মাগুরা জেলা শাখার সভাপতি খান শরাফত হোসেনের সভাপতিত্বে যথাক্রমে বক্তব্য রাখেন মাগুরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ এম আর খান, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অবস মোঃ মিরাজুল ইসলাম, মাগুরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল হাকিম,মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান,সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব মোঃ ওয়াহিদুজ্জামান,এ্যাডভোকেট অমিত মিত্র, মাগুরা জেলার ইতিহাস গবেষক ডাঃ তাসুকুজ্জামান, জেলা এনজিও কোর্ডিনেটর আব্দুল হালিম, সাংবাদিক শরীফ তেহেরান টুটুল,শেখ ইলিয়াস মিথুন প্রমুখ। সভায় বক্তারা সুষ্ঠু নির্বাচন ও গনতান্ত্রিক উত্তরণ ভাবনা নিয়ে নানা সুপারিশ তুলে ধরেন।
বক্তারা বলেন,বাংলাদেশে অতীতে বিগত সংসদ নির্বাচনে জনগণের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হয়নি। ফলে ভোটাররা তাদের ভোটাধিকার অধিকার বঞ্চিত ছিল এবং গণতান্ত্রিক ব্যবস্থাও ভেঙ্গে পড়ে ছিল। তাই গণতান্ত্রিক উত্তরণের জন্য নাগরিকদের ভোটাধিকার প্রয়োগ করা একান্ত প্রয়োজন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন দি হাঙ্গার প্রজেক্টের আঞ্চলিক সমন্বয়কারী মোঃ খোরশেদ আলম। সার্বিক দায়িত্ব ছিলেন দি হাঙ্গার প্রোজেক্টের যশোরের জেলা সমন্বয়কারী মোঃ গিয়াস উদ্দিন। গোল টেবিল বৈঠকে মুক্তিযোদ্ধা, শিক্ষক, এ্যাডভোকেট,নারী নেত্রী,
সমাজসেবক,সাংবাদিক,শিক্ষার্থী সহ সুশীল সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন।






মাগুরায় দুটি আসনে ১১ প্রার্থীর মনোনয়ন বৈধ; বাতিল ৪
খুলনার দুটি আসনে জাপার দুই প্রার্থীসহ ৩ জনের মনোনয়ন বাতিল
শেখ হাসিনাকে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে হবে
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মাগুরা জেলা বিএনপির কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই
জাতীয় সংসদ নির্বাচনে খুলনা -৬ আসনে ৬ প্রার্থীর মনোনয়নপত্র জমা
নড়াইলের ২টি আসনে বিএনপি ও জামায়াতসহ ২৪ জনের মনোনয়নপত্র জমাদান
মাগুরা দুটি আসন থেকে ১৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
নির্বাচন ও রাজনীতি থেকে অবসরের ঘোষণা বিএনপি নেতার 