সোমবার ● ১৭ জুলাই ২০১৭
প্রথম পাতা » শিক্ষা » পাইকগাছায় ব্যাংক কর্তৃপক্ষের গাফিলাতির কারণে ৯০টি স্কুলের ১ লাখ ২৮ হাজার টাকা ফেরত গিয়েছে
পাইকগাছায় ব্যাংক কর্তৃপক্ষের গাফিলাতির কারণে ৯০টি স্কুলের ১ লাখ ২৮ হাজার টাকা ফেরত গিয়েছে
![]()
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছায় ব্যাংক কর্তৃপক্ষের গাফিলাতির কারণে ফেরত গিয়েছে ৯০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ লাখ ২৮ হাজার ২৫০ টাকা। এতে ক্ষতির সম্মুখিন হয়েছেন স্ব স্ব প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা। পুরাইকাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেক জানান, ২০১৬-১৭ অর্থবছরে উপজেলার ৯০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এপ্রিল-জুন মাসের আনুসাঙ্গীক খরচ বাবদ ৩ মাসের ১ লাখ ২৮ হাজার ২৫০ টাকার বিল, শিক্ষা অফিস ও হিসাব রক্ষণ অফিসের মাধ্যমে গত ২১ জুন রূপালী ব্যাংকে দাখিল করা হয়। নিয়ম অনুযায়ী প্রত্যেকটি স্কুলের প্রধান শিক্ষকের হিসাবের বিপরীতে বিলের উল্লেখিত টাকা জমা হওয়ার কথা। সে অনুযায়ী হঠাৎ একদিন টাকা উত্তোলন করতে যেয়ে দেখি, হিসাবের বিপরীতে কোন টাকা জমা হয়নি। বরং ৩০ জুনের মধ্যে প্রক্রীয়া সম্পন্ন না করায় বিলের সমুদয় টাকা ফেরত গিয়েছে। বিপুল পরিমান টাকা ফেরত যাওয়ায় চরম ক্ষতির সম্মুখিন হয়েছে শিক্ষকরা। এর জন্যে ব্যাংক কর্তৃপক্ষের গাফিলাতিকে দায়ী করছেন ক্ষতিগ্রস্থ শিক্ষকরা। এ প্রসঙ্গে রূপালী ব্যাংক পাইকগাছা শাখার বিল অফিসার আবু মুছা জানান, বিলটি দুই বার সোনালী ব্যাংকে পাঠানো হয়। কিন্তু বিলে ভুল থাকার কারণে তা তারা ফেরত পাঠায়। পরে ওই বিলটি ফাইলের নিচে চাপা পড়ে যায়। ব্যবস্থাপক মোঃ হারুণ-অর-রশীদ জানান, অনিচ্ছাকৃত ভুলের কারণে এ ধরনের সমস্যা সৃষ্টি হয়েছে, তবে সমস্যা সমাধানের লক্ষ্যে আমরা আন্তরিক ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি। বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী অফিসার, শিক্ষা অফিস, হিসাব রক্ষণ অফিস সহ শিক্ষকদের সাথে আলাপ-আলোচনা করা হয়েছে। নতুন করে আবেদন সাপেক্ষে পুনরায় উল্লেখিত টাকা পাওয়া সম্ভব বলে ব্যাংকের এ কর্মকর্তা জানিয়েছেন। তবে যে টাকা ফেরত গিয়েছে এই টাকা কোন ভাবেই ফেরত পাওয়া সম্ভব নয় বলে মনে করছেন ক্ষতিগ্রস্থ শিক্ষকরা। বিষয়টি নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে, গাফিলাতি যাদের থাকুক, বিপুল পরিমাণ টাকার ক্ষতির দায়ভার কে নিবেন?






মাগুরায় সরকারি মাধ্যমিক শিক্ষকদের ফের আন্দোলন, ভোগান্তিতে শিক্ষার্থীরা
মাগুরায় সরকারি হাইস্কুলের শিক্ষকদের আন্দোলন; পরীক্ষা স্থগিত, বিপাকে শিক্ষার্থী অভিভাবকরা
শ্রীপুরে শিক্ষার্থীদের স্কুল ফিডিং ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত
মাগুরা আব্দুল গণি একাডেমীর ৪ তলা ভবনের ভিত্তি প্রস্তরের উদ্বোধন
শিক্ষার উদ্দেশ্যই হচ্ছে মানুষের সুপ্ত প্রতিভাকে বিকশিত করা -প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
মাগুরায় শিক্ষা উপকরণ পেল ২৭০ শিক্ষার্থী
মাগুরা জেলা পুস্তক সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
মাগুরায় দুস্থ ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে অনুদানের চেক বিতরণ
মাগুরায় সরকারি বালক বিদ্যালয়ে জামায়াত প্রার্থীর রাজনৈতিক প্রচারণার অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ ও স্মারকলিপি পেশ
পাইকগাছায় উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ -আঞ্চলিক কেন্দ্রের উদ্বোধন 