শনিবার ● ২৬ আগস্ট ২০১৭
প্রথম পাতা » সর্বশেষ » কেশবপুরে মা সহ ৪জনকে জখম করে এক যুবকের থানায় আত্মসমর্পন
কেশবপুরে মা সহ ৪জনকে জখম করে এক যুবকের থানায় আত্মসমর্পন
এস আর সাইদ, কেশবপুর (যশোর) থেকে ॥
কেশবপুরে মা, ভাই, চাচা ও দাদিকে জখম করে থানায় আত্মসমর্পন করেছে আমিনুর রহমান নফর নামে এক যুবক। শনিবার দুপুরে উপজেলার ভান্ডারখোলা গ্রামে এ ঘটনা ঘটেছে। গুরুতর আহত ৩জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, ভান্ডারখোলা গ্রামের ইসলাম মোড়লের ছেলে আমিনুর রহমান নফর পারিবারিক বিরোধের জের ধরে শনিবার দুপুরে তার মা ফাহিমা খাতুন (৫০) ও ছোট ভাই শামীম রেজাকে (২৪) মারপিট করতে থাকে। এ সময় তার বড় চাচা মোসলেম মোড়ল (৬০) ও প্রতিবেশী দাদী আমেনা খাতুন (৪০) তাদের উদ্ধার করতে গেলে তাদেরকেও পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়। গুরুতর অবস্থায় মা, চাচা ও দাদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন ফাহিমা খাতুন বলেন, আমিনুর তার প্রথম স্ত্রীর শিশু কন্যা তহুরাকে (৪) মারপিট করার সময় বাঁধা দিতে গেলে ইট ও কাঠের লাঠি দিকে তাদেরকে পিটিয়ে রক্তাক্ত জখম করে। পিতা ইসলাম মোড়ল বলেন, তার ছেলে প্রায়ই তাদেরকে মারপিট করে। এ ঘটনায় থানায় মামলা করা হবে।
থানার অফিসার ইনচার্জ এস এম আনোয়ার হোসেন বলেন, যুবকটি থানায় আত্মসমর্পনের পর থানায় আছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ হলে মামলা হবে।






পাইকগাছায় বাজার খোলা দূর্গা মন্দিরের কমিটি গঠন
২০২১ সালে সড়কে নিহত ৭৮০৯, আহত ৯০৩৯
কপোতাক্ষের ভাঙ্গনে পাইকগাছার বোয়ালিয়া মালোপাড়ার বাসিন্দারা নির্ঘুম রাত কাটাচ্ছে
পাইকগাছায় নবাগত ইউএনও মমতাজ বেগমের যোগদান
পাইকগাছায় ভাঙ্গা মাটির ঘরে তপন বিশ্বাসের মানবেতর জীবন যাপন
পাইকগাছায় আগুনে পুড়ে রেস্টুরেন্ট এর কারখানা ভস্মীভূত
মায়ের কবরের পাশেই চির নিদ্রায় শায়িত হলেন সাবেক এমপি নূরুল হক।
পাইকগাছা মৎস আড়ৎ খুলে দেওয়ায় শত শত লোকের সমাগম, করোনা আতঙ্কে উপজেলাবাসী।
আশাশুনির কোলায় খোলপেটুয়া নদীর পাউবো’র বেড়ীবাঁধ আবারও ভেঙ্গে ৪ গ্রাম প্লাবিত, কর্তৃপক্ষ ছাড়াই বাঁধ রক্ষায় কাজ চলছে স্বেচ্ছাশ্রমে
আশাশুনির কুড়িকাহুনিয়ায় পাউবো’র ভেড়ীবাঁধ ভেঙ্গে তিন গ্রাম প্লাবিত 