মঙ্গলবার ● ৭ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » বিবিধ » পাটকেলঘাটায় বৈদ্যুতিক শর্ট সার্কিট আগুনে ৭টি দোকানে ২০ লাখ টাকার মালামাল পুড়ে ভষ্মীভূত
পাটকেলঘাটায় বৈদ্যুতিক শর্ট সার্কিট আগুনে ৭টি দোকানে ২০ লাখ টাকার মালামাল পুড়ে ভষ্মীভূত
![]()
মো. রিপন হোসাইন,পাটকেলঘাটা \
পাটকেলঘাটার কুমিরা বাসস্ট্যান্ড বাজারে মঙ্গলবার সকাল ৯টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিটে ৭টি দোকানে আগুন লেগে ২০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ভষ্মীভূত হয়েছে। তাৎক্ষনিক সাতক্ষীরা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছালে ঘন্টাব্যাপী অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে রামপ্রসাদ মুদি দোকানে মধ্যথেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুনের সূত্রপাত হয়। এসময় দোকানের মধ্য ধেকে কালো ধোঁয়া কুন্ডুলী বের হতে থাকে। মুহুর্তের  মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে পার্শ্বের পল্লী চিকিৎসক সুব্রত ঘোষের ওষুধের দোকান,জয়দেব দাশের মুদি দোকান ,রঞ্জিতা দাশের চায়ের দোকান,মধুসূদন পালের ,হাসেম আলী ও বাবু মিত্রের পরিবহন কাউন্টার আগুন ধরে যায়। এসময় স্থানীয়রা পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে সাতক্ষীরা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোঃ নজরুল ইসলামে নেতৃত্বে দমকল বাহিনীর দুই  ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় আধাঘন্টা ব্যপী অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষনে ৭টি দোকানের মধ্যে রক্ষিত ডিজেল, সয়াবিন তেল,সোডা,চিনি, বিস্কুট,চাউল,আটা,ময়দাসহ বিভিন্ন প্রকার মুদী মালামাল ও আসবাবপত্র পুড়ে অন্ততঃ ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ঘটনার বিষয়ে প্রত্যক্ষদর্শ কাজী তবিবুর রহমান, গোপাল ঘোষ,রফিকুল ইসলাম মোড়ল,মেম্বর সোহরাব বিশ্বাস রামকৃষ্ণ দে মনাসহ একাধিক ব্যক্তি জানান প্রায় ২ঘন্টা ব্যপী আগুনে পুড়ে ২টি মুদি দোকানসহ ৭টি ব্যবসা প্রতিষ্ঠানে আগুন ঠেকাতে গিয়ে কুমিরা গ্রামের ফারুক বিশ্বাস (৩০) ও ডালিম শেখ (৩৪) আহত হয়েছে। এছাড়া আগুন লাগার সাথে সাথে স্থানীয় লোকজন আগুন নেভানোর কাজে ঝাপিয়ে পড়ার পাশাপাশি সামনের মাছ  ও কাঁচা বাজারের বিভিন্ন দোকানপাট এবং মালামাল টেনে হিঁচড়ে সারিয়ে ফেলে। এরই মাঝে ফায়ার সার্ভিসে সংবাদ দিলে ঘটনার দেড়ঘন্টা পরে এসে অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।ক্ষতিগ্রস্থ মুদি দোকানের মালিক মুকুন্দ দাশ জানান-দোকানের  ক্যাশ বাক্সে রক্ষিত নগদ ৫০ হাজার টাকাসহ প্রায় ১০ লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে।
খবর পেয়ে পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ মোল্ল্যা জাকির হোসেনের নেতৃত্বে পুলিশ ঘটসনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় তালা উপজেলা নির্বাহী অফিসার ফরিদ হোসেন ও সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার কে এম আরিফুল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

      
      
      




    ১২০কোটি টাকা ব্যয়ে পাইকগাছায় কড়ুলিয়া সেতু’র প্রায় ৬০ ভাগ কাজের অগ্রগতি    
    মাগুরায়  শিশু সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান    
    নেতৃবৃন্দের নামে অপপ্রচার,মন্দিরের রান্না ঘর দখল চেষ্টায় নগর পূজা উদযাপন পরিষদের প্রতিবাদ    
    নড়াইল প্রেসক্লাবের সভাপতি আব্দুল হক, সম্পাদক লাবলু    
    ঢাকাস্থ আশাশুনি উপজেলা সমিতির প্রথম ইফতার মাহফিল অনুষ্ঠিত    
    আশাশুনিতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত    
    পাইকগাছায় সুন্দরবন দিবস পালিত    
    মাগুরা প্রেসক্লাবের বার্ষিক বনভোজন ও পুরস্কার বিতরণ সম্পন্ন    
    আশাশুনির চাপড়া বেড়ী বাঁধে আবারও ভয়াবহ ভাঙ্গন, আতঙ্কিত এলাকাবাসি    
    বিভাগীয় ও জেলা পর্যায়ে বেস্ট ভলান্টিয়ার অ্যাওয়ার্ড -২০২৪ পেলেন নড়াইলের সতেজ    