

রবিবার ● ৭ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » বিবিধ » ডুমুরিয়ায় বরুনের মৃত্যুতে ইলেক্ট্রিশিয়ান ইউনিয়নের স্বরণ সভা
ডুমুরিয়ায় বরুনের মৃত্যুতে ইলেক্ট্রিশিয়ান ইউনিয়নের স্বরণ সভা
ডুমুরিয়া প্রতিনিধি।
ডুমুরিয়ায় জেলা ইলেক্ট্রিশিয়ান ইউনিয়নের আয়োজনে প্রয়াত ইলেক্টিশিয়ান বরুন সরকারের অকাল মৃত্যুতে এক স্বরণ সভা ও পরিবাররের হাতে অনুদান প্রদান করা হয়েছে।গতকাল রোববার দুপুরে উপজেলার কুলটি এলাকায় আয়োজিত স্বরণ সভায় সভাপতিত্ব করেন জেলা ইলেক্ট্রিশিয়ান ইউনিয়নের
সভাপতি শেখ ইকরামুল হক।বক্তব্য দেন ইউনিয়ন নেতা রেজাউল করিম,হারুনার রশিদ,নাজমুল ইসলাম,
জাহাঙ্গীর আলম,জিয়ারত মোল্লা,মিল্টন মন্ডল,রনজিৎ গোলদার,কাজল মন্ডল,কার্তিক বাগচী,জয়দেব বিশ্বাস,গোকুল গোলদার সহ প্রমুখ।সভা শেষে প্রয়াত বরুনের পরিবারের হাতে অনুদান তুলে দেন নেতৃবৃন্দরা।