সোমবার ● ২৭ আগস্ট ২০১৮
প্রথম পাতা » অপরাধ » নড়াইলে নিজ বাড়ি থেকে ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার
নড়াইলে নিজ বাড়ি থেকে ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার

উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি: নড়াইলে নিজ বাড়ি থেকে ইয়াবাসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি চৌকশ টিম। গ্রেফতারকৃত মাদক কারবারীর নাম মোঃ মামুন শেখ (২৮)। সে নড়াইল জেলার সদর উপজেলাধীন ফেদী গ্রামের মোস্ত শেখের ছেলে। গ্রেফতারকৃত মামুন দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসায়ের সাথে জড়িত বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে। নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ জানায়, গ্রেফতারকৃত মামুন প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ওই এলাকায় ইয়াবার ব্যবসা করে আসছে মর্মে ডিবি পুলিশের নিকট একটি গোপন সংবাদ আসে। ওই সংবাদের পরিপ্রেক্ষিতে রবিবার (২৬ আগস্ট) বিকাল ৪টার দিকে নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পরিদর্শক মোঃ আশিকুর রহমান সঙ্গীয় ফোর্স এএসআই রাজ্জাক, নাহিদ, কামরুল ও কনস্টেবল আজাদ হুসাইনকে সাথে নিয়ে গ্রেফতারকৃত মামুনের বাড়িতে অভিযান চালায়। অভিযান চলাকালে তল্লাশির এক পর্যায়ে মামুনের বাড়ি থেকে ১০ পিচ ইয়াবা উদ্ধারকারী অভিযান পরিচালনাকারী দলের সদস্যরা। ইয়াবা উদ্ধারের পর মামুনকে গ্রেফতার করে ডিবি পুলিশ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত গ্রেফতারকৃত মামুনের বিরুদ্ধে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছিল। এ প্রসঙ্গে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি ও এ প্রতিবেদক উজ্জ্বল রায়কে জানান, নড়াইল জেলা পুলিশের চলমান মাদকবিরোধী অব্যাহত অভিযানের ফলে জেলা প্রায় মাদকশূন্য। কতিপয় মাদক কারবারী সুশীল সমাজের সাথে মিশে এখনও পর্যন্ত এই ঘৃণ্য কর্মকা-ের সাথে জড়িয়ে আছে। এদেরকে দ্রুত চিহ্নিতপূর্বক আইনের আওতায় আনা হবে বলেও তিনি জানিয়েছেন।






মাগুরায় ভোটকেন্দ্রে বসানো সিসিটিভি ক্যামেরা ভাঙচুর
মাগুরায় ড্রিম মাশরুম সেন্টারের নামে বানোয়াট ও মিথ্যা প্রতিবেদনের বিষয়ে সংবাদ সম্মেলন
পাইকগাছায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যা
পাইকগাছায় অগ্নিকাণ্ডে কলেজ কর্মচারীর বসতঘর পুড়ে ভস্মীভূত ; দুটি পশু দগ্ধ
পাইকগাছায় বিশেষ কম্বিং অপারেশনে অবৈধ নেটজাল জব্দ ও বিনষ্ট
নড়াইলে সেনাবাহিনীর যৌথ অভিযানে অস্ত্র ও ৮০০ রাউন্ড গুলি উদ্ধার, গ্রেফতার ৪
পাইকগাছায় মন্দিরে প্রতিমা ভাঙচুর
তালায় খেয়া থেকে কপোতাক্ষ নদে পড়ে যাওয়া রবিউলের লাশ উদ্ধার
মাগুরায় যৌথ অভিযানে ১১ ইটভাটায় ২৫ লক্ষ টাকা জরিমানা 