শিরোনাম:
পাইকগাছা, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২

SW News24
রবিবার ● ১৮ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » পরিবেশ » কেশবপুরে বিল ও জলাশয় ফিরে এসেছে ধুসর নিশি বক
প্রথম পাতা » পরিবেশ » কেশবপুরে বিল ও জলাশয় ফিরে এসেছে ধুসর নিশি বক
৮৪৯ বার পঠিত
রবিবার ● ১৮ নভেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কেশবপুরে বিল ও জলাশয় ফিরে এসেছে ধুসর নিশি বক

---

এম. আব্দুল করিম, কেশবপুর (যশোর)

যশোরেরর কেশবপুরে বহু বছর পর আবারও ফিরে এসেছে ধুসর নিশি বকের চির চেনা দল বাধা ঝাক। ‘নিশি বক’ এখন কেশবপুরের বিল ও জলাশয় এলাকার মানুষের নিকট আলোচনার কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছে। এ প্রজাতির পাখি এর আগে এলাকায় দেখা যেত না। এবারই প্রথম ঝাক ঝাক নিশি বকের আগমন ঘটেছে। এরা রাতে বিভিন্ন জলাশয়ে পড়ে মাছ শিকার করে বলে জানা গেছে।

এলাকাবাসি ও বনবিভাগ সূত্রে জানা গেছে, এ এলাকায় সাধারণত সাদা দাঁড় বক ও ছোট কুঁচ বক বিচরণ করে থাকে। নিশি বক দেশীয় প্রজাতির হলেও এ এলাকায় তাদের বিচরণ ছিল বহু বছর ধরে। সম্প্রতি বিভিন্ন জলাশয় ও বিল এলাকায় এ প্রজাতির আগমন ঘটেছে। বুক ও দু’পাখার নিচে সাদা এবং পিঠের উপর ধুসর বর্ণের এ পাখির আগমন ঘটায় প্রথমে এলাকাবাসি ধারণা করে বিদেশী পাখি। কিন্তু পাখি বিশেষজ্ঞরা বলছেন, দেশিয় প্রজাতির নিশি বক নামে এরা পরিচিত। এরা সাধারণত রাতে চলা ফেরা করে জলাশয়ের নিকটে পৌঁছে মাছ শিকার করে থাকে। দিনের বেলা এদের সচারচার চলাফেরা নজরে আসে না।

বিল ও জলাশয় এলাকার মানুষ বলছেন, এ পাখি রাতে জলাশয়ে পানিতে পড়ে মাছ শিকার করে। ভোরে জলাশয় ত্যাগ করে দূরে চলে যায়। খুব ভোরে এদের দেখা মেলে। কেশবপুর পৌর এলাকার এক নম্বর ওয়ার্ডের মাছের ঘের এলাকায় নিশি বকের আগমন ঘটেছে। ওই এলাকার বাসিন্দা কছিম উদ্দিন জানান, এ প্রজাতি পাখির প্রথম এ এলাকায় আগমন হয়েছে। এর আগে কখনও এলাকায় এ প্রজাতির দেখা মেলেনি। উপজেলার মূলগ্রামের বিল বলধালী ধারের পাশের বাসিন্দা কৃষক হযরত আলি বলেন, গত এক সপ্তাহ যাবত বিলের পানিতে ওই জাতিয় পাখির আগমন ঘটেছে।

উপজেলা বনবিভাগ কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, শীত শুরুর আগে বিদেশী পাখি আসার পূর্বেই কেশবপুরের বিল ও জলাশয় এলাকায় দেশি প্রজাতির এ পাখির আগমন ঘটেছে।

এব্যাপারে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ঢাকা অফিসের পাখি গবেষক শিবলি সাদিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, দেশিয় প্রজাতির বিভিন্ন বকের ভেতর ‘নিশি বক’ও একটি প্রজাতি। এ প্রজাতি পাখির দেশের বিভিন্ন এলাকায় বিচরণ রয়েছে। এরা সাধারণত সন্ধ্যার আগ থেকে ভোর পর্যন্ত বিচরণ করে এবং রাতে খাদ্য খায়। দিনের বেলা ঝোপ ঝাড়ের ভেতর বসে থাকে।

 





পরিবেশ এর আরও খবর

পাইকগাছায় চেচুঁয়া ফজিলাতুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বনবিবির বৃক্ষরোপন পাইকগাছায় চেচুঁয়া ফজিলাতুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বনবিবির বৃক্ষরোপন
পাইকগাছায় বোয়ালিয়া হিতামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বনবিবির বৃক্ষরোপন কর্মসুচি পাইকগাছায় বোয়ালিয়া হিতামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বনবিবির বৃক্ষরোপন কর্মসুচি
পাইকগাছায় শকুন সচেতনতা দিবস পালিত পাইকগাছায় শকুন সচেতনতা দিবস পালিত
পাইকগাছায় শ্রীকণ্ঠপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বনবিবির বৃক্ষরোপন কর্মসুচি পাইকগাছায় শ্রীকণ্ঠপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বনবিবির বৃক্ষরোপন কর্মসুচি
পাইকগাছায় শহিদ জিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বনবিবির বৃক্ষরোপন কর্মসুচি পাইকগাছায় শহিদ জিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বনবিবির বৃক্ষরোপন কর্মসুচি
বরিশালের সাতলার লাল শাপলা দেখতে দর্শনার্থীদের ভিড় বরিশালের সাতলার লাল শাপলা দেখতে দর্শনার্থীদের ভিড়
মাগুরায় সবুজ উৎসবে সম্মাননা পেল মাগুরা প্রেসক্লাব মাগুরায় সবুজ উৎসবে সম্মাননা পেল মাগুরা প্রেসক্লাব
বছরে তৈরি প্লাস্টিক বর্জ্যের ৬০ ভাগ পরিবেশে মিশছে বছরে তৈরি প্লাস্টিক বর্জ্যের ৬০ ভাগ পরিবেশে মিশছে
পাইকগাছায় বনবিবির বৃক্ষরোপন কর্মসুচি অব্যহত পাইকগাছায় বনবিবির বৃক্ষরোপন কর্মসুচি অব্যহত
পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন

আর্কাইভ