শনিবার ● ২ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে বিড়ালের উপদ্রবে অতিষ্ঠ রোগী
পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে বিড়ালের উপদ্রবে অতিষ্ঠ রোগী

এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীর ওয়ার্ডে বিড়ালের উপদ্রবে ভর্তি রোগীরা অতিষ্ঠ হয়ে পড়ছে। কখন বিড়ালে খাবার খেয়ে ফেলে বা নষ্ট করে এ আতঙ্কে থাকে সব সময় রোগীরা। বিড়ালের অবাদ বিচারণে গায়ের লোম ও মুখের লালা ছড়াচ্ছে। এতে চিকিৎসা নিতে আসা রোগীরা নতুন অসুখে পড়ার আশংকায় ভুগছে।

জানাগেছে, কয়েক মাস যাবৎ পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরুষ ও মহিলা রোগীর ওয়ার্ডে বিড়ালের উপদ্রব বেড়েছে। সারাক্ষণ বিড়ালের উৎপাতে রোগীরা অতিষ্ঠ হয়ে পড়ছে। বিড়াল রোগীদের বিছনা ও আসবাব পত্রে উপর উঠে বসছে। সুযোগ পেলে রোগীর খাবার খাচ্ছে ও মুখ দিয়ে নষ্ট করছে। এতে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনরা নতুন করে পেটের অসুখ সহ অন্য পিড়ায় আক্রান্ত হয় কিনা সে আশংকায় ভুগছে।

কমপ্লেক্সে কিছু বিড়াল সার্বক্ষণিক অবস্থান করছে। এমনকি বিড়াল সেখানে বাচ্চাও জন্ম দিচ্ছে। তাছাড়া দুপুর ও রাতে খাবার বিতরণের সময় বাহির থেকে কিছু বিড়াল খাবারের লোভে কমপ্লেক্সে প্রবেশ করে।

এ বিষয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগী মঞ্জিলা বেগম ও শামছুল হক জানান, বিড়ালের উৎপাতে অতিষ্ঠ থাকতে হয়। সুযোগ পেলে খাবার খেয়ে ফেলে এবং বিছনায় উঠে বসে। এ ব্যাপারে ওয়ার্ডের নার্সরা জানান, বিড়াল তাড়ালেও যায় না। একটু পরে ঘুরে ফিরে আবার ওয়ার্ডে এসে হাজির হয়। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডাঃ এএসএম মারুফ হাসান জানান, রোগীর ওয়ার্ড থেকে বিড়াল তাড়ানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। রোগীরা যাতে সঠিক সেবা পায় সেই জন্য বিশেষ নজরদারী রাখা হচ্ছে। স্বাস্থ্য কমপ্লেক্সের পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার জন্য বিড়াল তাড়ানোর জন্য নার্স ও কর্মচারীর পাশাপাশি রোগী ও আত্মীয় স্বজনের সম্মিলিত সহযোগিতা কামনা করেছেন।






পাইকগাছায় মেয়ে ও মাকে নির্মমভাবে মারধর; থানায় অভিযোগ
পাইকগাছা পৌর সদরে কাঠ পুড়িয়ে চিংড়ি শুকানোর ধোঁয়ায় অতিষ্ঠ এলাকাবাসী
পাইকগাছার দুই ডাকাত কেশবপুরে আটক; থানায় মামলা
মাগুরায় সালিশি বৈঠককে কেন্দ্র করে হাতুড়ি পেটায় এক ব্যক্তি নিহত
মাগুরায় ভেজাল শিশু খাদ্য জব্দ ; দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা
মাগুরায় মাদকের টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে একজনকে কুপিয়ে জখম
পাইকগাছায় স্কুল ছাত্রী গনধর্ষনের শিকার থানায় মামলা; গ্রেফতার-১
আবারও পাইকগাছায় নদী থেকে লাশ উদ্ধার
পাইকগাছার নদ-নদী থেকে একের পর এক লাশ উদ্ধারের ঘটনায় জনমনে আতঙ্ক ছড়াচ্ছে
পাইকগাছায় নদী থেকে লাশ উদ্ধার 